২০২৫ শেষের পথে। সকলের মনেই এখন থেকে নতুন বছর নিয়ে নানা ভাবনা আসা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক মানুষই চান যে পুরনো বছরের সকল খারাপ যেন সেই বছরের সঙ্গেই শেষ হয়ে যায় এবং নতুন বছরটা যেন ভাল কাটে। কিন্তু সর্বদা আমরা যা চাই সেটাই হয় না। তবে নতুন বছরটা কেমন কাটবে সেটার সামান্য আভাস যদি আগে থাকতেই পাওয়া যেত তা হলে কেমন হত? ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আমাদের জীবনে ঘটতে চলা ভাল বা খারাপ ঘটনার আভাস দিতে পারে। বছরের শেষে এসে যদি ঘন ঘন কিছু স্বপ্ন দেখেন, তা হলে বুঝতে হবে নতুন বছরটা খুব ভাল কাটতে চলেছে। কোন জিনিসগুলি দেখলে বুঝতে হবে।
আরও পড়ুন:
বছরশেষে স্বপ্নে কোন জিনিসগুলি দেখা শুভ?
প্রবাহিত জল: স্বপ্নে নদী, জল বা জলপ্রপাত দেখা খুবই শুভ। এটি জীবনে আগত সম্পদের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। বছরশেষে স্বপ্নে প্রবাহিত জল দেখতে পেলে বুঝবেন নতুন বছরে আপনি সমৃদ্ধ লাভ করতে চলেছেন। অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। আর্থিক দিক দিয়ে বছরটি খুব ভাল কাটবে।
ফুল: স্বপ্নে ফুল দেখাও অত্যন্ত শুভ। সামনে কোনও ভাল ঘটনা হতে চলেছে এ সংক্রান্ত ইঙ্গিত দেয় ফুলের স্বপ্ন। বছরের শেষে এসে ফুলের স্বপ্ন দেখলে বুঝবেন সামনের বছরটা আপনার ভাল কাটতে চলেছে। বহু দিন ধরে আশা করে আছেন এমন কোনও শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে।
আরও পড়ুন:
সোনা-রুপো: সোনা-রুপোর স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ। স্বপ্নে এই দুই শুভ ধাতু দেখলে বুঝতে হবে অর্থ লাভ হতে চলেছে। এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিত দেয়। নতুন আয়ের পথ খুঁজে পাওয়ার বা আয় বৃদ্ধিরও ইঙ্গিত দেয় সোনা-রুপোর স্বপ্ন। বছরের শেষে এসে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সামনের বছর আপনি মনের মতো কোনও চাকরি পেতে পারেন বা পদোন্নতি হতে পারে।
ভগবান: স্বপ্নে ভগবানের দর্শন পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করুন। বছরের শেষে এই স্বপ্ন দেখলে বুঝবেন এত দিন ধরে চলে আসা জটিল সমস্যার সমাপ্তি অবশেষে ঘটতে চলেছে। নতুন বছরটা আপনার মনের মতো হবে। পুরনো ঝামেলা আর পিছু নেবে না। পুরনো বছরেই পুরনো অশান্তির অবসান ঘটতে পারে।
আরও পড়ুন:
সাপ: সাপের স্বপ্ন দেখলে মনে শঙ্কার উদয় হলেও এই স্বপ্ন দেখা আদতে শুভ। বিশেষ করে স্বপ্নে সাদা রঙের সাপ দেখতে পাওয়া খুবই ভাল লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্ন সম্পদবৃদ্ধির ইঙ্গিত দেয়। নতুন বছরের শুরুতেই আপনি এমন কোনও সুযোগ পেতে পারেন যা আপনি কল্পনাও করতে পারছেন না। সেই সুযোগ আপনার জীবন তথা আর্থিক অবস্থা বদলে দিতে পারে।