Advertisement
E-Paper

২০২৫ সালের উপর মঙ্গলের প্রভাব থাকবে প্রবল! ভাল থাকতে কী কী জিনিস মেনে চলবেন?

২০২৫ সাল মঙ্গল প্রভাবিত বছর। বিশেষ কিছু টোটকা মেনে চলতে পারলে নতুন বছর আমাদের ভাল কাটতে পারে। বছরের প্রথম থেকেই এই টোটকাগুলি মেনে চলতে হবে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৭:০৬
Seven astrological tips to follow in new year 2025 for your own betterment

—প্রতীকী ছবি।

নতুন বছর আসতে আর কিছু দিন বাকি। ২০২৪ শেষ করে, আমরা এগিয়ে যাব নতুন বছর ২০২৫-এর দিকে। আমাদের সকলেরই ভাল-খারাপ মিলেমিশে পুরনো বছর কেটেছে। ২০২৫ সাল মঙ্গল প্রভাবিত বছর। বিশেষ কিছু টোটকা মেনে চলতে পারলে নতুন বছর আমাদের ভাল কাটতে পারে। বছরের প্রথম থেকেই এই টোটকাগুলি মেনে চলতে হবে। এই টোটকাগুলি পালনের মাধ্যমে নতুন বছরে আমরা ভাল থাকার চেষ্টা করব।

টোটকা:

১) নতুন বছরে হলুদ এবং লাল রঙের জামাকাপড় যতটা সম্ভব বেশি পরার চেষ্টা করবেন।

২) আগত বছরে শুরু থেকেই হনুমানজির পুজো করুন। খুব ভাল ফল পাবেন। যাঁরা আগে থেকেই হনুমানজির পুজো করেন তাঁরা এই বছর খুব ভাল ফল পেতে চলেছেন।

৩) জ্যোতিষশাস্ত্রে কলা দানকে শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে, এই বছর প্রতি মঙ্গলবার হনুমানকে বা বাঁদরকে কলা খাওয়ান। এর ফলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে। আর হনুমানকে যদি কলা খাওয়ানো সম্ভব না হয়, তা হলে যে কোনও মানুষকে কলা দান করতে পারেন। এই ক্ষেত্রে কলার সঙ্গে অবশ্যই একটা পান এবং একটা লবঙ্গও দান করুন। মনে করা হয়, কলা দান করলে বৃহস্পতি গ্রহও সবল হয়। কলা দান করলে ঋণের বোঝা থেকেও মুক্তি পাওয়া যায়।

৪) এই বছর তামার পাত্রে জল পান করুন। বাড়িতে যদি অতিথি আসে, তাঁদেরও তামার পাত্রে জল দিন। এই বছর কাচ এবং স্টিলের পাত্র যতটা সম্ভব কম ব্যবহার করুন। অন্যান্য যে কোনও ধাতু ব্যবহার করতে পারেন। কিন্তু কাচ এবং স্টিলের পাত্রে জল পান করা যাবে না।

৫) ঘরের পর্দার রং যদি খুব গাঢ় থাকে তা হলে সেই পর্দা বদলে ফেলুন। যেমন গাঢ় নীল বা কালচে ধরনের যে কোনও রঙের পর্দা না ব্যবহার করাই ভাল হবে। শুভ ফল পেতে এই বছর বাড়িতে সাদা রঙের পর্দা ব্যবহার করে দেখতে পারেন।

৬) এই বছর বাড়িতে একেবারেই লঙ্কার গুঁড়ো কিনে আনবেন না। গোটা লাল লঙ্কা বা সবুজ লঙ্কা কিনলে কোনও ক্ষতি নেই। তবে লাল লঙ্কার গুঁড়ো কেনা এড়িয়ে চলাই শুভ হবে।

৭) নতুন বছর কাটান মাথা ঠান্ডা রেখে, সকলের সঙ্গে মিলেমিশে। বেশি উত্তেজিত হওয়া এই বছর ক্ষতি ডেকে আনতে পারে।

Astrology New Year Astrological Tips mars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy