Advertisement
১১ মে ২০২৪

বাড়িতে ধূপ জ্বালানোর মাহাত্ম্য জেনে নিন

পুজো করার সময় আমরা ধূপ দীপ জ্বালি। পুজো করার সময় ধূপ দীপ না জ্বাললে পুজো যেন অসম্পূর্ণ রয়ে যায়। পুজো করার সময় ধূপের সুগন্ধ আমাদের মন প্রাণ ভরিয়ে তোলে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০০:০৬
Share: Save:

পুজো করার সময় আমরা ধূপ দীপ জ্বালি। পুজো করার সময় ধূপ দীপ না জ্বাললে পুজো যেন অসম্পূর্ণ রয়ে যায়। পুজো করার সময় ধূপের সুগন্ধ আমাদের মন প্রাণ ভরিয়ে তোলে। এ ছাড়া আমাদের আশেপাশের পরিবেশেও ছড়িয়ে পড়ে অন্য এক পরিবেশ। দেবতাকে প্রসন্ন করা ছাড়াও ঠাকুরের কাছে ধূপ জ্বালার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঘরে ধূপ জ্বালালে নানা সুফল পাওয়া যায়।

দেখে নেওয়া যাক ধূপ জ্বাললে কী কী সুফল পাওয়া যায়—

• ঘরে ধূপ জ্বাললে আমাদের ঘরের পরিবেশ অত্যন্ত সুগন্ধময় হয়ে ওঠে। এর ফলে ঘরের যত রকম নেগেটিভ শক্তি রয়েছে তা চলে যায়। এ ছাড়া ধূপের গন্ধ ঘরে রুম ফ্রেশনারের কাজ করে।

আরও পড়ুন: আপনার কি অনামিকার নীচের ক্ষেত্রটি এই রকম? তা হলে আপনি বিশেষ সৌভাগ্যের অধিকারী

• ঘরে ধূপ জ্বাললে মানসিক চাপ অনেকাংশে কম হয়। মনের প্রতিক্রিয়া অনেক সময় শরীরের ওপরেও পড়ে। আর যদি মন তরতাজা থাকে তা হলে শরীরও ভাল থাকবে।

• মনঃসংযোগ বৃদ্ধিতে ধূপের তুলনা হয় না। কোনও কাজে মনোনিবেশ করার আগে নিজের পছন্দ মতো গন্ধের একটা ধূপ জ্বাললে মনঃসংযোগ দ্রুত বৃদ্ধি পায়।

• ঘরে ধূপ জ্বাললে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। সন্তানদের এবং নিজের একাগ্রতা বাড়াতে দু’বেলা ঠাকুরের সামনে ধূপ জ্বেলে কিছু ক্ষণ সময় নীরবতার সঙ্গে বসতে হবে।

• দেবতার কাছে মনের যে কোনও প্রার্থনা জানাবার আগে ধূপ জ্বালানোর বিশেষ প্রয়োজন রয়েছে। একাগ্র হয়ে প্রার্থনা করতে ধূপের প্রভাব অনবদ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Incense
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE