সব মানুষের বুদ্ধ্যঙ্ক সমান হয় না। কারও বুদ্ধ্যঙ্ক প্রবল, তো কারও একটু কম। জন্মসংখ্যার দিক দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন বিভিন্ন হয়, তেমনই বুদ্ধিমত্তার দিক দিয়েও ফারাক দেখতে পাওয়া যায়। আমাদের জন্মতারিখের বিচার করে বলে দেওয়া যায় যে আমাদের বুদ্ধির পরিমাণ ঠিক কতটা। সংখ্যাতত্ত্ব মতে, পাঁচ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বুদ্ধি অন্যদের তুলনায় একটু বেশি। এঁদের বুদ্ধ্যঙ্কই এঁদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখে নিন সেই তালিকায় কারা কারা রয়েছেন।
আরও পড়ুন:
কোন জন্মসংখ্যার ব্যক্তিদের বুদ্ধ্যঙ্ক অপরের তুলনায় বেশি?
১: এই জন্মসংখ্যার ব্যক্তিদের জন্ম থেকেই নেতৃত্বদানের ক্ষমতা থাকে। এঁরা নিজেদের বুদ্ধির বলে সহজেই অপরকে ছাপিয়ে এগিয়ে যান। তবে কেবল বুদ্ধি নয়, ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা প্রচুর পরিশ্রমও করতে পারেন। বুদ্ধি ও পরিশ্রমের বলে এঁরা সহজেই সফলতার শীর্ষে পৌঁছোতে পারেন। নতুন কিছু জানা ও শেখার প্রতি এঁদের আগ্রহও হয় প্রচুর।
৩: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৩, তাঁরা জন্ম থেকেই বুদ্ধিমান হন। যে কোনও বিষয় সম্বন্ধে এঁদের প্রচুর জ্ঞান থাকে। এঁরা নতুন জিনিস শিখতে যেমন ভালবাসেন, তেমনই অপরকে শেখাতেও পছন্দ করেন। তবে জ্ঞান জাহির করে বেড়ানোর প্রবণতা এঁদের চরিত্রে নেই। এঁরা সাধারণত চুপচাপই থাকেন। কোনও পরিস্থিতিতেই এঁরা অপরকে ছোট করেন না।
আরও পড়ুন:
৫: ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী হন। এঁদের সঙ্গে তাই তর্কে পেরে ওঠা যায় না। এঁরা একের পর এক যুক্তি দিয়ে অপরকে চুপ করিয়ে দেন। এই জন্মসংখ্যার ব্যক্তিরা নিজের বুদ্ধির জোরে যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এঁদের বাচনক্ষমতাও হয় দুর্দান্ত। আশপাশের লোকেরা সহজেই এঁদের কথার প্রেমে পড়ে যান।
৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা গভীর চিন্তা করতে ভালবাসেন। এঁরা যে কোনও ব্যাপার নিয়ে গভীরে গিয়ে ভাবেন। কোনও কিছুর নেপথ্যে কী রয়েছে সেটা জানার আগ্রহ নিয়ে চলেন এঁরা। সেটি খুঁজে বারও করেন। তাঁদের এই আগ্রহের জন্য এই জন্মসংখ্যার ব্যক্তিরা জীবনে সফলতা খুঁজে পান। যে কোনও ঘটনার ব্যাপারে এরা গভীরে গিয়ে, সুন্দর করে বিশ্লেষণ করতে পারে।
আরও পড়ুন:
৯: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৯, তাঁদের বুদ্ধ্যঙ্কও হয় চোখে পড়ার মতো। এঁদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাও খুব ভাল হয়। এঁরা ছোট থেকেই নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলে। সেটি পূরণ করার জন্য যত পরিশ্রমের প্রয়োজন করতে রাজি আছে। এঁরা খাটতে ভয় পান না। বুদ্ধি ও পরিশ্রমের বলে এঁরা জীবনে প্রচুর সফলতা লাভ করেন।