আমাদের স্বভাব-চরিত্র প্রভৃতির অনেকটাই নির্ভর করে আমাদের রাশির উপর। রাশি অনুয়ায়ী এক এক জন মানুষ ভিন্ন ভিন্ন প্রকৃতির হন। প্রত্যেকটি রাশির বৈশিষ্ট্য অনেকটাই উক্ত মানুষের আচার-ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়। সেই দিক দিয়ে বিচার করে দেখা যায়, রাশিচক্রের পাঁচটি রাশি রয়েছে যাঁরা কারও কাছে সাহায্য চাইতে পছন্দ করেন না। কিন্তু অন্যকে সাহায্য করার ব্যাপারে কখনও পিছপা হন না। এঁরা ছোট থেকেই আত্মনির্ভরশীল। নিজেরাই নিজেদের গড়ে নিতে পছন্দ করেন। অন্যের দয়ায় কিছু করতে পছন্দ করেন না।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশি আত্মনির্ভর?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষ নিজেদের কাজ নিজেরাই করতে ভালবাসেন। যে কোনও দরকারে অন্যের দ্বারস্থ হওয়া এঁদের আসে না। তবে অন্যের প্রয়োজনে এঁরা নিজেদের সবটা দিয়ে সাহায্য করেন। দরকারে মানুষের পাশে দাঁড়াতে এঁরা ভালবাসেন। কিন্তু নিজের দরকারে একটা সাহায্যের হাত খোঁজার ব্যাপারে মেষ নারাজ।
সিংহ: নামেও সিংহ, হাবভাবেও তাই। এই রাশির ব্যক্তিরা ছোট থেকেই স্বয়ংসম্পূর্ণ হন। নিজের সকল আকাঙ্ক্ষা, স্বপ্ন প্রভৃতি আপন বলে পূরণ করার লক্ষ্য নিয়ে এঁরা বেড়ে ওঠেন। যে কোনও মানুষের আপদে-বিপদে এঁরা পাশে দাঁড়ান, কিন্তু নিজের বিপদের কথা কাকপক্ষীকেও টের পেতে দেন না। সেটাও এঁরা নিজেরাই সামলান।
ধনু: স্বাধীনচেতা ধনু রাশি যেমন নিজের মতো থাকতে পছন্দ করেন, তেমনই নিজের সকল প্রয়োজনও নিজেই মেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। লোকের কাছে কোনও ব্যাপারে সাহায্য চাইতে এঁদের গায়ে জ্বর আসে। ছোট থেকেই এঁরা একটু একগুঁয়ে প্রকৃতির হন। নিজেকে গড়েপিটে নেন। কিন্তু কোনও বন্ধুর প্রয়োজনে পাশে দাঁড়াতে সঙ্কোচ করেন না।
মকর: মকর রাশির ব্যক্তিরাও নিজেদের সব কাজ নিজেরাই করে নিতে ভালবাসেন। তবে কোনও কারণে যদি কারও থেকে সাহায্যের প্রয়োজন পড়ে, তা হলে তাঁরা সাহায্য চান। যদিও পরবর্তী কালে সেই সাহায্যের দ্বিগুণ বা তার বেশি ফিরিয়ে দেন। এঁরা লোকজনের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। কিন্তু নিজের দায়ভার অন্যের উপর চাপিয়ে দেন না।
আরও পড়ুন:
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা জটিল সমস্যায় না পড়লে কখনও মুখ ফুটে সাহায্য চান না। কিন্তু এক বার যদি কেউ এঁদের সাহায্য করে, তা হলে আজীবন এঁরা নিজেদের উক্ত মানুষটির কাছে ঋণী মনে করেন। এই রাশির ব্যক্তিরা নিঃস্বার্থ ভাবে লোকেদের সাহায্য করেন। বদলে ফলের আশা রাখেন না। এঁরা ছোট থেকেই আত্মনির্ভর হন। সেটাই এঁদের কাছে স্বাচ্ছন্দ্যের জায়গা।