এই বছর সেপ্টেম্বরে রাশি বদলাবে চারটি গ্রহ। বিশেষ মহাজাগতিক পরিবর্তন সংগঠিত হতে চলেছে এই সেপ্টেম্বরে। এই মাসে শুক্র, বুধ, মঙ্গল ও সূর্য একসঙ্গে ঘর বদলাবে। ফলত প্রভাবশালী কয়েকটি যোগ সৃষ্টি হবে। প্রত্যেক রাশির জীবনেই এর কিছু না কিছু প্রভাব পরিলক্ষিত হবে। এরই সঙ্গে মর্ত্যে আসবেন মা দুর্গা। মায়ের আগমনের ফলেও সকলেরই জীবনে লাগবে খুশির রং।
আরও পড়ুন:
আগামী ১৩ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। মঙ্গলের পর হবে শুক্রের গোচর। ১৪ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। ঠিক তার পরের দিন, ১৫ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। ১৭ সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। চারটি গ্রহের গোচরের ফলে ভাগ্য খুলবে পাঁচ রাশির। পুজোর মাস তাঁদের জন্য আশীর্বাদ হয়ে নেমে আসবে।
আরও পড়ুন:
সেপ্টেম্বর কাদের ভাল যাবে?
বৃষ: সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক-জাতিকারা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যাঁরা অনেক দিন ধরে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, তাঁরা এই মাসে মনের মতো খবর পাবেন। এ ছাড়া, পুজোর মাসটি পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটাতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জাতক-জাতিকারা এই মাসে ভাল খবর পাবেন।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা পেশাক্ষেত্রে দারুণ ফল লাভ করবেন। পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা বহু দিন ধরে চেষ্টা করছেন, তাঁরা এই মাসে মনের মতো চাকরি পেয়ে যেতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চোখে পড়ার মতো আর্থিক উন্নতি ঘটবে। সেপ্টেম্বর মাসটি মিথুন রাশির আয়েশে কাটবে।
সিংহ: সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক-জাতিকাদের নামযশ বৃদ্ধি পাবে। অর্থভাগ্যে দারুণ পরিবর্তন আসবে। সন্তানের কাজে গর্বিত বোধ করবেন। কোনও খাতে বিনিয়োগ করার জন্য সেপ্টেম্বর মাসটি শুভ বলে মনে করা হচ্ছে। চেষ্টা করে দেখতে পারেন। একাধিক দিক থেকে আয়ের সুযোগ পাবেন। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।
কন্যা: কন্যা রাশির জীবনের মাধুর্য বৃদ্ধি পাবে। সেপ্টেম্বরে লোকজন আপনার কথাবার্তায় অত্যন্ত মুগ্ধ হবেন। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। টাকাপয়সার সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে সকলে আপনার নাম করবেন। সব দিক দিয়ে চোখে পড়ার মতো উন্নতি হবে কন্যা রাশির জাতক-জাতিকাদের।
আরও পড়ুন:
ধনু: সেপ্টেম্বরে ধনু রাশির অর্থভাগ্যে বিশাল পরিবর্তন আসতে চলেছে। অনেক দিক থেকে আয়ের সুযোগ পাবেন। সেই তুলনায় ব্যয় হবে না। বহু দিন ধরে ভুগে চলা কোনও রোগের প্রকোপ থেকে মুক্তি পাবেন। সফলতার রাস্তায় আসা সমস্ত বাধা কেটে গিয়ে সুসময় শুরু হবে। কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবেন।