Advertisement
E-Paper

পাঁচিলবাসী মেনি ঘরের ভিতর সংসার পেতেছে? এই লক্ষণ কি শুভ? কোন রঙের বিড়াল বাড়িতে সৌভাগ্য বয়ে আনে?

আদুরে প্রাণী বিড়ালকে কেউ যদি নিজে থেকে বাড়িতে না-ও আনেন, তা-ও সে ঠিক গেরস্থের বাড়িতে নিজের আস্তানা বানিয়ে নেয়। তবে, আমাদের মধ্যে বিড়াল পোষা সম্পর্কিত নানা প্রচলিত ধারণা রয়েছে। সেগুলি কি আদৌ যুক্তিযুক্ত?

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১২:১৪
cats

ছবি: এআই।

অনেক মানুষই বাড়িতে পোষ্য রাখতে ভালবাসেন। শহুরে মানুষদের মধ্যে কুকুর ও বিড়াল পোষার চলই বেশি দেখা যায়। ইদানীং বাড়িতে বাড়িতে বিড়াল পোষার খুব চল উঠেছে। আদুরে প্রাণী বিড়ালকে কেউ যদি নিজে থেকে বাড়িতে না-ও আনেন, তা-ও সে ঠিক গেরস্থের বাড়িতে নিজের আস্তানা বানিয়ে নেয়। দু’বেলা দু’মুঠো মাছ-ভাত আর শোয়ার জন্য একটু জায়গা পেলেই সে খুশি। সেই কারণে বাড়ির মানুষদেরও সহজেই মন জয় করে নেয় মার্জারেরা। তবে, আমাদের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে বাড়িতে নাকি কালো বিড়াল পোষা শুভ নয়। সেটা কি আদৌ যুক্তিযুক্ত? বাড়িতে কোন রঙের বিড়াল পোষা শুভ, সে সবেরই হদিস দিলেন জ্যোতিষী।

বাড়িতে বিড়ালের আগমন কী বার্তা বহন করে আনে?

সোনালি রঙের বিড়াল: বাড়িতে সোনালি বিড়াল পোষা অত্যন্ত শুভ। এই রঙের বিড়াল যদি আপনার বাড়িতে হঠাৎ করে উদয় হয়, তা হলে বুঝতে হবে শীঘ্রই কোনও আনন্দের খবর পেতে পারেন। বাড়িতে সোনালি বিড়ালের আগমনে অর্থলাভ হয়, এরই সঙ্গে আটকে থাকা কাজও মিটে যায়।

সাদা বিড়াল: সাদা বিড়ালও আমাদের জন্য সৌভাগ্য বহন করে আনে। সাদা বিড়ালের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। যে বাড়িতে সাদা বিড়ালকে যত্ন করে রাখা হয়, সেখানে মা লক্ষ্মী সানন্দে বাস করেন।

কালো বিড়াল: শাস্ত্রে কালো বিড়াল পোষা যে অশুভ এমন কোনও কথা বলা নেই। তবে, কালো বিড়াল যদি হঠাৎ করে আপনার বাড়িতে আসে তা হলে অশুভ কিছু ঘটতে পারে বলে মনে করা হয়। বিশেষ করে, রাত্রিবেলা আপনার বাড়ির আশপাশে যদি কালো বিড়াল ডাকে তা হলে সতর্ক থাকা আবশ্যিক।

বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া: মেয়ে বিড়ালেরা সর্বদা বাচ্চা দেওয়ার জন্য কোনও নিরাপদ স্থান বেছে নেয়। সেই কারণে এরা অনেক সময় আমাদের বাড়িতে ঢুকেও বাচ্চা পাড়ে। অনেকেই এমনটা হলে মা-সমেত বাচ্চাগুলিকে বার করে দেন। এই কাজটি করা অত্যন্ত অশুভ। এর অর্থ, আপনি নিজের হাতে সৌভাগ্যকে দূর করে দিলেন। বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে গণ্য হয়। যে বাড়িতে বিড়াল বাচ্চা দেয়, সেই বাড়িতে সকলের ভাগ্যের উন্নতি হয় বলে মনে করা হয়।

বাড়িতে বিড়ালের ঝগড়া: একাধিক বিড়াল যদি আপনার বাড়িতে এসে ঝগড়া করে তা হলে সেই লক্ষণ অশুভ। বিড়ালদের এই কাজ বাড়ির সদস্যদের মধ্যে ঝামেলা বাধার ইঙ্গিত দেয়।

Astrology cats Pet Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy