সোনা পরতে ভাল লাগে না এমন মানুষের সংখ্যা হাতেগোনা। সোনার গয়নার মানই আলাদা। বহু নিম্নবিত্ত মানুষও তাঁদের মাসিক রোজগার থেকে অল্প অল্প করে টাকা বাঁচান সোনার গয়না তৈরির জন্য। সোনার গয়না ব্যতীত বাঙালি হিন্দুদের বিয়ে ভাবাই যায় না। কিন্তু এই শুভ ধাতু সোনাও কিছু মানুষের জন্য অশুভ হতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। রাশিচক্রের কয়েকটি রাশি রয়েছে যাদের ভাগ্যে সোনা সহ্য হয় না। তেমনই জন্মছকে একটি গ্রহ দুর্বল যাঁদের, তাঁদেরও সোনা না পরাই উচিত বলে মনে করা হচ্ছে। এই সকল মানুষদের জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার পরই সোনা পরা উচিত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
কাদের জন্য সোনা শুভ নয়?
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে সোনা সহ্য হয় না। সোনা এঁদের জীবনে সুখ নাশ করে। জীবনে অশান্তির কালো ছায়া ডেকে আনে সোনা। অনেক সময় সোনা পরার পর থেকে এই রাশির ব্যক্তিদের জীবনে অর্থের সঙ্কটও আসতে দেখা যায়। কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।
মকর: সোনা মকর রাশির জন্যও শুভ নয়। সোনা পরার ফলে এই রাশির ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়। পেশাক্ষেত্রে অগ্রগতি থেমে যায়। বিশেষ করে যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের অনেক ক্ষতি হয়। অনেক সময় শারীরিক ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন:
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও সোনা না পরাই উচিত। সোনা এঁদের ব্যক্তিগত সম্পর্কে ছেদ আনে। পারিবারিক অশান্তি পিছু ছাড়তে চায় না। আর্থিক ক্ষতি হয়। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক অবনতির শিকার হতে হয়।
বৃহস্পতি দুর্বল যাঁদের: জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলেও সোনা পরা উচিত নয় বলে মনে করছে শাস্ত্র। এতে জীবনের অগ্রগতি কমে যায়। ফলে নানা দিক থেকে ক্ষতি সাধিত হয়। জীবনে স্থিরতা চলে আসে।
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৮: সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৮ জন্মসংখ্যার মানুষদেরও সোনা পরা উচিত নয়। সোনা পরলে এই সকল মানুষদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।