দেখতে দেখতে ২০২৫ শেষ হয়ে এল। অনেকের মনে এখন থেকেই নতুন বছর কেমন কাটতে পারে সে নিয়ে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। চলতি বছর সামাজিক স্তরে নানা অশান্তি ঘটতে দেখেছি আমরা। এরই সঙ্গে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। ২০২৫ মঙ্গলের বছর। জ্যোতিষ বিশেষজ্ঞরা মনে করছেন, এই বছর ঘটে যাওয়া সকল অশান্তি, যুদ্ধ, দুর্ঘটনা প্রভৃতির নেপথ্যে থাকতে পারে মঙ্গল। এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনেও পড়েছে। প্রায় সকলেরই ভাল-মন্দ মিশিয়ে কেটেছে ২০২৫। কারও বেশি ভাল, কারও কম। এখন নজরে ২০২৬। শাস্ত্র জানাচ্ছে ২০২৬-এর প্রথম দিকেই খুব ভাল খবর পেতে পারেন পাঁচ রাশির ব্যক্তিরা। নেপথ্যে থাকবে মা লক্ষ্মীর কৃপা।
আরও পড়ুন:
২০২৬-এ কারা মা লক্ষ্মীর কৃপা পাবেন?
মেষ: দেবী লক্ষ্মীর কৃপায় ২০২৬ সালটি মেষ রাশির জাতক-জাতিকাদের বেশ ভাল কাটতে চলেছে। বছরের প্রথম থেকেই আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। পেশাক্ষেত্রেও দেবীর আশীর্বাদ লাভ করবেন। দারুণ উন্নতির যোগ দেখা যাচ্ছে। বছরটা হাসিমুখে শুরু করুন। চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারাও ২০২৬-এ দারুণ ফল পাবেন। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং যোগ্য সম্মান পাবেন। আয় বাড়বে, সঞ্চয়ও ভাল হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে। সম্পর্কক্ষেত্রেও সুখের সময় শুরু হবে। জীবনে নতুন সঙ্গী আসতে পারে।
আরও পড়ুন:
মিথুন: ২০২৬ সালে মিথুন রাশির জাতক-জাতিকারা দারুণ সাফল্য পেতে চলেছেন। সব দিক দিয়ে উন্নতি লাভ করবেন। দেবী লক্ষ্মীর কৃপায় এত দিন ধরে আটকে থাকা সকল কাজ মিটে যাবে। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। মনের মতো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন। বছরটি প্রথম থেকেই ভাল কাটবে।
তুলা: তুলা রাশির জন্য ২০২৬ বছরটা শুরু থেকেই অত্যন্ত লাভজনক হবে। লক্ষ্মীদেবীর কৃপায় যে কোনও প্রতিযোগিতায় খুব ভাল ফল পাবেন। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বছরটা খুবই ভাল হতে চলেছে। নতুন চাকরির সন্ধান পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবার এবং সংসার ক্ষেত্রেও সুখের সময় কাটবে।