Advertisement
০৬ মে ২০২৪

পুরুষের কপালের বিশেষ কিছু রেখা, যা থেকে বোঝা যায় তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য

বিরাট ঝিনুক আকার কপাল হলে তিনি প্রচুর বিষয় সম্পত্তির মালিক হন।কপালে স্বস্তিকা চিহ্ন থাকলে তা ললাটের শিরা দেখে বোঝা যায়, সেই জাতক প্রচুর অর্থ পান। কপাল অর্ধচন্দ্রাকার ও দেখতে সুন্দর হলে রাজতুল্য অর্থ প্রাপ্তি হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ০০:০৮
Share: Save:

১) কপালে টানা টানা দু’টি অর্ধচন্দ্রাকার রেখা থাকলে তা অতি সৌভাগ্য নির্দেশ করে থাকে।
২) কপালের মাঝখান থেকে দু’টি রেখা আগাগোড়া থাকলে তাঁর প্রায় ১০০ বছর আয়ু হয়।
৩) কপালে দু’টি বড় রেখা থাকলে এবং তার উপর আরও তিনটি বড় রেখা থাকলে তাঁর প্রায় ৬০ বছর আয়ু হয়।
৪) যাঁর ললাট চওড়া ও উপরে চুল পর্যন্ত বিস্তৃত তার প্রায় ৮০ব ছর আয়ু হয়।
৫) কপালের মাঝামাঝি বৃত্ত চিহ্ন থাকলে তিনি বহু কষ্টে অর্থ উপার্জন করেন।
৬) কপালের কেন্দ্রে ৩-৪টি স্পষ্ট অভগ্ন রেখা থাকলে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।

আরও পড়ুন: পুরুষ ও নারীর হাসিই বলে দেয় তিনি ঠিক কেমন

৭) কপালে স্বস্তিকা চিহ্ন থাকলে তা ললাটের শিরা দেখে বোঝা যায়, সেই জাতক প্রচুর অর্থ পান।
৮) কপাল বিরাট উন্নত, শঙ্খের আকারের উঁচু-নীচু বা অর্ধচন্দ্রাকার হলে অতি সৌভাগ্য নির্দেশ করে।
৯) কপালে অনেক শিরা দেখা গেলে তাঁর দুর্নাম হয় এবং তিনি পাপ কর্মে লিপ্ত হন।
১০) বিরাট ঝিনুক আকার কপাল হলে তিনি প্রচুর বিষয় সম্পত্তির মালিক হন।
১১) কপালে ত্রিভুজ বা ধনুক চিহ্ন থাকলে তিনি সকলের, বিশেষ করে নারীদের প্রিয় হন।
১২) কপাল অর্ধচন্দ্রাকার ও দেখতে সুন্দর হলে রাজতুল্য অর্থ প্রাপ্তি হয়।
১৩) কপালে ত্রিশূল চিহ্ন থাকলে তিনি ধনী হন, কিন্তু তাঁর সাংসারিক দিকে আকর্ষণ থাকে না তিনি স্বার্থশূন্য এবং পরের দুঃখে কাতর হন। তাঁর প্রায় ১০০ বছর আয়ু হয়।
১৪) যাঁর কপাল উন্নত এবং রেখাহীন, তিনি প্রচুর ভ্রমণ করেন ও খ্যতিমান হন।
১৫) নাসিকা উন্নত ও তীক্ষ্ণ প্রতিভাশালী লোকের চিহ্ন। বেশি ভোঁতা নির্দয়তার চিহ্ন। মধ্যম নাক শুভ লক্ষণ
১৬) অস্পষ্ট ও স্পষ্ট, ছোট বড় কয়েকটি রেখা থাকলে তাঁর ৪৪/৪৫ বছর আয়ু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Character Forehaed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE