পৃথক পৃথক মানুষের স্বভাব-চরিত্র হয় ভিন্ন প্রকৃতির। প্রতিটি মানুষের মধ্যেই যেমন নানা ভাল দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিক। জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় মানুষ তাঁদের খারাপ দিকগুলিকে কোনও না কোনও ভাবে প্রকাশ করেই ফেলেন। ভাল বা খারাপ, উভয় স্বভাবই মানুষ যেমন তাঁদের আশপাশ থেকে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রপ্ত করেন, তেমনই এগুলির কিছুটা আসে তাঁদের রাশিগত প্রকৃতির উপর ভিত্তি করে। রাশিচক্রের ১২টি রাশির মধ্যে তিনটি রাশির জাতক-জাতিকারা মনে করেন পৃথিবীর সমস্ত ভুল তাঁদের সঙ্গেই হয়। এই তিন রাশির আশপাশের মানুষজন কেবলই তাঁদের সঙ্গে খারাপটা করেন বলে দাবি রাখেন এই সকল জাতক-জাতিকারা। কিন্তু পরিস্থিতিটা হয় সম্পূর্ণ উল্টো। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এঁরাই আসল দোষটা করেছেন, যদিও অন্যদের কাছে দাবি করে বেড়াচ্ছেন যে দোষটা অপর পক্ষের। জেনে নিন এঁরা কারা।
আরও পড়ুন:
কোন তিন রাশির ব্যক্তিরা নিজেরা দোষ করেন এবং পরবর্তী কালে তাঁরা সেই দোষের শিকার হয়েছেন বলে দাবি রাখেন?
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা লোকেদের খুব ভাল করে তাঁদের আবেগের জালে ফাঁসাতে পারেন। এঁরা নিজেরা কারও খবর নেন না, তবে অন্যরা কেন তাঁর খবর নিচ্ছেন না সেই নিয়ে এঁদের মাথাব্যথার অন্ত থাকে না। এঁরা সর্বদা যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন। সেটা না হলেই এঁদের মুখভার হয়ে যায়। তখন অপরের নামে নিন্দা শুরু করেন। উক্ত মানুষেরা তাঁদের সঙ্গে খারাপ করেছেন এই প্রকার মিথ্যা কথা রটানোর ক্ষেত্রেও তাঁরা দু’বার ভাবেন না।
তুলা: কূটনীতি করার ব্যাপারে তুলা রাশির থেকে প্রায় সকলেই পিছিয়ে রয়েছেন। এই রাশির ব্যক্তিরা কোনও ঘটনাকে নিজেদের মতো করে এমন ভাবে ঘুরিয়ে বলেন যে সেটা বিশ্বাস করতে মানুষজন বাধ্য হয়। সেই ঘটনাটি দুর্ঘটনায় পরিণত হওয়ার নেপথ্যে বেশির ভাগ ক্ষেত্রে তুলা রাশির ব্যক্তিরাই দায়ী হন। কিন্তু তাঁদের বলা গল্পে খলনায়ক হন অন্য কেউ, মিথ্যা দোষের ভাগিদার হন অপর পক্ষ। এই রাশির ব্যক্তিরা কঠিন সত্যিটা থেকে দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
মীন: নাটুকে চরিত্রের রাশিগুলির মধ্যে মীন হল শ্রেষ্ঠ। যে কোনও ছোট ব্যাপারকে নিজেদের ভাবনায় এঁরা বড় করে তোলেন। সোজা ব্যাপারকে জটিল করে দেখতেই বেশি পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা। তার পর নিজের লোকেদের কাছে সেটা নিয়ে নালিশ করেন। এঁরা মনে করেন পৃথিবীর সমস্ত খারাপ কেবল এঁদের সঙ্গেই ঘটে। কিন্তু আদতে এঁরা নিজেরাই সানন্দে খারাপ জিনিসকে আরতি করে নিজেদের জীবনে ডেকে নিয়ে আসেন। কিন্তু সেটার দায় চাপান অন্যদের উপর।