আমাদের আশপাশে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা আমাদের ভাল সহ্য করতে পারেন না। এঁদের মধ্যে একদল মানুষ রয়েছেন যাঁরা নির্দিষ্ট কয়েক জন মানুষের ভাল দেখলে ঈর্ষায় ভোগেন। উক্ত মানুষদের প্রতি তাঁদের ব্যক্তিগত কোনও রাগ থেকে এই অনুভূতির উদয় হয়। আবার একদল রয়েছেন যাঁরা কারও ভাল সহ্য করতে পারেন না। কোনও মানুষের সঙ্গে কিছু ভাল হতে দেখলেই এঁদের গা জ্বলে ওঠে। লোকের ভাল এঁরা মোটেই সহ্য করতে পারেন না। রাশিচক্রের তিনটি রাশির মধ্যে এই স্বভাব বর্তমান।
আরও পড়ুন:
কোন তিন রাশি অন্যদের ভাল সহ্য করতে পারেন না?
কন্যা: আশপাশের মানুষদের মধ্যে কী কী খারাপ দিক রয়েছে তার সবটা খতিয়ে দেখেন কন্যা রাশির ব্যক্তিরা। এই রাশির ব্যক্তিরা এক জন মানুষের গুণের থেকে তাঁদের খুঁতটাকেই বড় বলে মনে করেন। সেই কারণে উক্ত মানুষদের সঙ্গে যদি ভাল কিছু হয় তা হলে সেটি এঁরা সহ্য করতে পারেন না। এক জন মানুষের পোশাক, সাজগোজ থেকে চালচলন, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার করেন কন্যা রাশির জাতক-জাতিকারা।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আবেগতাড়িত হন। এঁদের কষ্ট দিয়ে কেউ পার পান না। এঁরা সব কিছু মনে পুষে রেখে দেন। এই রাশির ব্যক্তিদের ব্যথা দিয়েছেন এমন কোনও ব্যক্তি যদি জীবনে উন্নতি করেন তা হলে বৃশ্চিকেরা সেটা মেনে নিতে পারেন না। তবে সেই নিয়ে লোকসমাজের মাঝে উক্ত মানুষটির সঙ্গে কোনও রূঢ় আচরণও করে বসেন না। হিংসাটিকে মনে পুষে রেখে দেন। ছক কষেন কী ভাবে সেই মানুষটির ক্ষতি করা যায়। অন্য দিকে এমন হাবভাব করেন যেন তিনি উক্ত মানুষের সম্বন্ধে কিছুই জানেন না।
আরও পড়ুন:
মকর: বন্ধু হোক বা শত্রু, কারও জীবনে ঘটে যাওয়া কোনও বড় সাফল্যের খবরেই মকর রাশির ব্যক্তিরা আনন্দ বোধ করেন না। উপরন্তু মনে মনে ভাবেন, উক্ত মানুষ যেটা পেলেন, সেটা তিনি কেন পেলেন না। সফল হওয়া মানুষটি মকরের যত কাছের বন্ধুই হোন না কেন, এই রাশির ব্যক্তিরা তাঁর ভালয় খুশি হন না। বরং তিনি কী কী করলে আরও ভাল কিছু করতে পারতেন সেই সব নিয়ে কথা বলে উক্ত মানুষের প্রাপ্তিকে ছোট দেখানোর চেষ্টা করেন মকর রাশির জাতক-জাতিকারা। তবে মনে মনে এঁরা হিংসার তাপে জ্বলতে থাকেন।