বাড়িতে গণেশপুজো করলে সৌভাগ্য বৃদ্ধি পায় খুব দ্রুত। ছবি- সংগৃহীত
৩১ আগস্ট ২০২২ বুধবার পালিত হবে গণেশপুজো। সকলেই জানি যে, সিদ্ধিদাতা গণেশ অগ্রপুজ্য। মনে করা হয় বাড়িতে গণেশপুজো করলে সৌভাগ্য বৃদ্ধি পায় খুব দ্রুত। জ্যোতিষ শাস্ত্র মতে গণেশপুজোর দিন করা কিছু টোটকা আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে।
টোটকা-
১) গণেশপুজোর দিন ২১টি দুর্বা নিয়ে তাতে ঘি এবং কমলা সিঁদুরের প্রলেপ লাগান। করজোরে তা গণেশের চরণে রেখে দিন। পুজোর শেষে দুর্বা তুলে নিয়ে মাদুলিতে ভরে নিজের গলায় ধারণ করুন।
২) বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে, গণেশজিকে মালপোয়া অর্পণ করুন।
৩) সৌভাগ্য দ্বিগুণ করতে গণেশ ঠাকুরের পুজোর সময়ে ২১টি পাটালির টুকরো বা গুড়ের তৈরি যে কোনও ভোগ নিবেদন করুন। এ ছাড়া, গণেশ পুজোয় মোদক নিবেদন করতে যেন ভুল না হয়।
৪) পুজোর থালায় ১১টি লবঙ্গ এবং ১১টি গোটা সুপুরি রাখুন। পুজো শেষে এই জিনিসগুলি ভাল জায়গায় তুলে রেখে দিন। যখনই কোনও শুভ কাজে বাইরে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন। কার্য সিদ্ধি হবেই।
৫) ঋণ থেকে মুক্তি পেতে গণেশ ঠাকুরকে ১১টি বেসনের লাড্ডু এবং ১০৮টি দুর্বা নিবেদন করুন।
৬) বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করানোর জন্য গণেশ মূর্তির মুখ যেন সদর দরজার দিকে থাকে।
৭) গণেশ ঠাকুরের মূর্তি যেন কোনও ভাবে ঘরের শৌচালয়ের সংলগ্নে না থাকে, সে দিকে বিশেষ নজর দিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy