Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রোম্যান্স বাড়াতে ঘরে এই জিনিসগুলো রেখেছেন তো?

স্বামী-স্ত্রীর সম্পর্কে রোম্যান্স গভীর থেকে গভীরতর করতে আমরা চেষ্টায় কোনও ত্রুটি রাখি না। সম্পর্ক দৃঢ় করতে আমরা কত কী করি। নবদম্পতি হোক বা অনেক দিনের দাম্পত্য, বিবাহিত জীবন মধুর ও সুখের করতে বাস্তুশাস্ত্র ঘরে কিছু জিনিস রাখার পরামর্শ দিচ্ছে। এই জিনিসগুলো রাখলে সম্পর্ক আরও গভীর হবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০০:০০
Share: Save:

স্বামী-স্ত্রীর সম্পর্কে রোম্যান্স গভীর থেকে গভীরতর করতে আমরা চেষ্টায় কোনও ত্রুটি রাখি না। সম্পর্ক দৃঢ় করতে আমরা কত কী করি। নবদম্পতি হোক বা অনেক দিনের দাম্পত্য, বিবাহিত জীবন মধুর ও সুখের করতে বাস্তুশাস্ত্র ঘরে কিছু জিনিস রাখার পরামর্শ দিচ্ছে। এই জিনিসগুলো রাখলে সম্পর্ক আরও গভীর হবে।

জিনিসগুলো কী দেখে নেওয়া যাক—

লাভ বার্ডসর ছবি বা মূর্তি

লাভ বার্ডসর ছবি বা মূর্তি স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে ভালবাসার প্রতীক। যদি দম্পতির ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে লাভ বার্ডস রাখা হয়, তা হলে পরস্পরের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়।

ম্যান্ডারিন হাঁসের জোড়ার ছবি বা মূর্তি

নব বিবাহিতদের ঘরে এই ম্যান্ডারিন হাঁসের জোড়ার ছবি বা মূর্তি রাখলে নবদম্পতির মধ্যে প্রেমের সম্পর্ক গভীর ও মধুর হয়। হাঁসের জোড়া ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে হবে।

যাঁরা বিবাহে ইচ্ছুক, তাঁরা এই হাঁসের জোড়ার ছবি ঘরে রাখতে পারেন। তবে মনে রাখবেন হাঁস এক জোড়াই হতে হবে, একটা বা তিনটে নয়।

আরও পড়ুন: মানুষ হিসাবে আপনি কেমন, কী বলছে তিব্বতীয় জ্যোতিষ (শেষ পর্ব)

ক্রিস্টাল বল

দক্ষিণ-পশ্চিম কোণকে প্রেম ও রোম্যান্সের কোণ হিসেবে দেখা হয়। তাই এই কোণে দুটো ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখলে, প্রেমের সম্পর্ক আরও মধুর হবে।তবে ক্রিস্টাল বল সব সময় পরিষ্কার রাখতে হবে।

ময়ূরের পালক

দম্পতির বিছানার নীচে একজোড়া ময়ূরের পালক রাখলে দু’জনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

বাদামি রঙের চিনামাটির ফুলদানি

ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে বাদামি রঙের চিনামাটির ফুলদানি রাখতে হবে এবং তাতে হলুদ রঙের ফুল রাখতে হবে। আসল ফুল সম্ভব না হলে কৃত্রিম ফুল রাখলেও হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Romance Rashi House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE