Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এই একটি ফুলের মাধ্যমে অর্থ ভাগ্য উঠবে তুঙ্গে

জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু বস্তু রয়েছে যেগুলির মধ্যে অসাধারণ শক্তি লুকনো থাকে। যোগুলি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। সে রকম একটি জিনিস হল নাগকেশর ফুল। এই একটি মাত্র ফুলের ব্যবহার আপনার জীবনে নানা সমস্যার সমাধান করতে পারে। এই ফুল কিছু সহজ উপায়ে আপনার জীবনকে সমস্যা মুক্ত করে ভরিয়ে তুলতে পারে অফুরন্ত আনন্দে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০০:০৫
Share: Save:

জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু বস্তু রয়েছে যেগুলির মধ্যে অসাধারণ শক্তি লুকনো থাকে। যোগুলি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। সে রকম একটি জিনিস হল নাগকেশর ফুল। এই একটি মাত্র ফুলের ব্যবহার আপনার জীবনে নানা সমস্যার সমাধান করতে পারে। এই ফুল কিছু সহজ উপায়ে আপনার জীবনকে সমস্যা মুক্ত করে ভরিয়ে তুলতে পারে অফুরন্ত আনন্দে।

দেখে নেওয়া যাক নাগকেশর ফুলের টোটকা—

১) আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য একটি নাগকেশর ফুল এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত একটানা শিবলিঙ্গে অর্পণ করুন এবং পুজোর শেষ দিন সেই ফুলগুলিকে টাকা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো।

আরও পড়ুন: এই রাশির জাতক ভুল করেও হাতে বা পায়ে কালো সুতো পরবেন না

২) প্রতি দিনের পুজোর সঙ্গে ঠাকুরের আসনে একটি নাগকেশর ফুলেরও পুজো করুন পর পর সাত দিন। তার পর সেই ফুলটি সাদা কাপড়ে মুড়ে ব্যবসার ক্যাশবাক্স বা অফিসের ডেস্কে রেখে দিন। এর ফলে আয় বৃদ্ধি পাবে। এ ছাড়া ব্যবসা বা অফিস সংক্রান্ত সমস্যা থাকলে তা-ও অনেকটা মিটে যাবে।

৩) যে কোনও শুভ তিথিতে একটি রুপোর মাদুলিতে একটি নাগকেশর ফুল ও মধু একসঙ্গে রেখে গলায় পরুন অথবা টাকা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে দেখা যাবে হঠাৎ করেই আর্থিক উন্নতি হতে শুরু করেছে। তবে এই কাজটি শুক্লপক্ষে করতে হবে।

৪) জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পেতে একটি নাগকেশর ফুল, সামান্য চাল, একটি তামার টুকরো, কাঁচা হলুদ ও একটি গোটা সুপুরি একসঙ্গে বেঁধে ঠাকুরের স্থানে রেখে তা পুজো করুন। জীবন থেকে দ্রুত সমস্যা সরে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nagkesar Flower
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE