প্রেমে পড়ার পর বার বার প্রতারিত হলেও ভালবাসার ফাঁদ এড়াতে পারেন না অনেকে। প্রেমের ক্ষেত্রে প্রতারণা বা ধোঁকা দেওয়ার ঘটনা কমবেশি সকলের জীবনেই ঘটে থাকে। তবে প্রেমে পড়ে প্রতারণার শিকার হওয়ার প্রবণতা থাকে এই তিন রাশির। এই তিন রাশির ভালবাসায় কোনও খাদ না থাকলেও প্রেমে সফলতা আসে না। সম্পর্কে জড়ানোর পর কোনও না কোনও না কোনও ভাবে সঙ্গীরা মন ভেঙে দেন এই রাশির জাতক-জাতিকাদের।
রাশিচক্রের তিন রাশি ভালবাসার দিক দিয়ে অন্যদের ছাপিয়ে যায়। তাঁদের কাছে প্রেমের অর্থ বিশ্বাস ও ভরসা। তাঁদের মতো করে ভালবাসতে খুব কম মানুষই পারেন। অথচ এঁরাই সবচেয়ে বেশি আঘাত পান সঙ্গীর থেকে। তাঁদের স্বভাব বা চরিত্রের বৈশিষ্ট্যের জন্যই এঁদের ঠকানো সহজ। আসুন দেখে নিই কোন ৩টি রাশির মানুষকে প্রেমে সবচেয়ে বেশি প্রতারিত হতে হয়।
আরও পড়ুন:
কর্কট: কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য হল এঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন। তাঁদের প্রেমও আবেগ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কর্কট রাশি আবেগের বশবর্তী হয়ে তাঁদের প্রেমজীবনকে পরিচালনা করতে ভালবাসেন। এই রাশির জাতক-জাতিকারা তাঁদের সঙ্গীর প্রতি খুবই যত্নশীল এবং অনুভূতিকে সম্মান করেন। সম্পর্কে জড়ালে তাঁরা তাঁদের সঙ্গীর জন্য মনপ্রাণ সমর্পণ করে দিতে দ্বিধা করেন না। সঙ্গীকে এঁরা অধিকতর বিশ্বাস করে ফেলেন। তার জন্য পরে পস্তাতে হয় কর্কট রাশিকে। একমুখী ভালবাসার প্রতিদানে সঙ্গীর থেকে প্রতারণা ও দুঃখ ছাড়া কিছুই পান না এঁরা।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকেরা প্রেমে একেবারে অন্ধ হয়ে যান। সঙ্গীরা হাজার কষ্ট দেওয়ার পর বুক ফাটলেও মুখ ফোটে না এই রাশির জাতক-জাতিকাদের। সততার দিক থেকে এঁদের জুড়ি মেলা ভার। কর্কটের মতো বৃশ্চিক রাশিও যাঁর সঙ্গে ভালবাসার বাঁধনে জড়িয়ে পড়েন তাঁর জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। কখনও ভালবাসার মানুষকে এঁরা ঠকান না। প্রেমে হাবুডুবু খেয়ে শেষমেশ একাকিত্বে ভুগতে থাকেন এঁরা। একতরফা ভালবাসায় জড়িয়ে পড়তে ভালবাসে বৃশ্চিক।
মীন: চট করে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মীন রাশি। ভালবাসার আসল রূপ কী হতে পারে তা মীন রাশির জাতক-জাতিকাদের দেখে বোঝা যায়। কেউ ভালবেসে মিষ্টি কথা বললেও সেটিকে ভালবাসা ভেবে ভুল করে বসেন এঁরা। এটি তাঁদের স্বভাবের ত্রুটি বলে মনে করেন অনেকে। চট করে কাউকে মন দিয়ে ফেলার মাসুল গুনতে হয় পরবর্তী কালে। সাত-পাঁচ না ভেবে প্রেমের জোয়ারে ভাসতে গিয়ে প্রতারণার শিকার হতে হয় মীন রাশিকে।