যে কোনও সময় জীবনে প্রেম আসতে পারে। তবে সকলের ক্ষেত্রেই জীবনে এমন কিছু সময় আসে, যখন যে কোনও কাজ করলেই সেটিতে সফল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। প্রেমের ক্ষেত্রে এই বছর দুর্গাপুজোয় চার রাশির জীবনে তেমন সময়ই আসতে চলেছে। এই বছর দুর্গাপুজোতে চারটি রাশি প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে পারেন। পুরনো প্রেম থেকে থাকলে সেটি দৃঢ় হবে এবং নতুন প্রেম আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কে যাঁদের সামান্য চিড় ধরতে শুরু করেছিল, তাঁদের জন্যও এই সময়টা খুব ভাল দেখা যাচ্ছে। সম্পর্কের টানাপড়েন দূর হয়ে সুখের সময় শুরু হবে। জ্যোতিষমত অনুসারে, আমাদের বারোটা রাশির মধ্যে চারটি রাশির জন্য প্রেমজীবন মধুময় হতে চলেছে এই পুজোয়।
আরও পড়ুন:
কোন চার রাশির প্রেমভাগ্যে রং লাগতে চলেছে?
বৃষ: পুজোয় বৃষ রাশির জাতক-জাতিকারা প্রেমজীবনে দারুণ সুখের সময় কাটাতে চলেছেন। সম্পর্কে থাকা যে কোনও সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। সম্পর্কের সকল টানাপড়েন পুজোর আগেই মিটে যাবে। অনেক দিন ধরে যাঁরা মনের মানুষ খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের অপেক্ষার অবসান ঘটবে। পুজোর আগেই সঙ্গী খুঁজে পাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সিংহ: এই বছর পুজোয় সিংহ রাশির জীবনে নতুন জীবনসঙ্গী আসতে পারে বলে মনে করা হচ্ছে। পুরনো প্রেমে যদি কোনও সমস্যা থাকে, তা-ও এবার মিটে যাবে। প্রেমের দিকে খুব ভাল সময় আসতে চলেছে। প্রেমজীবন এই সময় খুব ভাল কাটবে।
আরও পড়ুন:
ধনু: ধনু রাশির প্রেমের জীবন খুব সুখময় কাটবে। নতুন প্রেম জীবনে আসবে, তবে একটু চিন্তাভাবনা করে জীবনসঙ্গীর সঙ্গে কথা বলতে হবে। প্রেমে ঝঞ্ঝাট থাকলেও তা মিটে যাবে। বহু দিন ধরে চলে আসা সমস্যার অবসান ঘটবে।
আরও পড়ুন:
মকর: মকর রাশির ক্ষেত্রে নতুন প্রেম তো জীবনে আসবেই, আর পুরনো প্রেমে যে সব ভুল বোঝাবুঝি রয়েছে তা-ও খুব সহজেই এই সময় মিটমাট হয়ে যেতে পারে। অনেক দিন ধরে যদি কাউকে পছন্দ করে থাকেন, তা হলে এই সময় তাঁকে মনের কথা জানিয়ে দিন। মনের মতো উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে।