Advertisement
০৩ মে ২০২৪
Annapurna Puja

জেনে নিন অন্নপূর্ণা পুজোর সময়সূচি ও নির্ঘণ্ট

চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠাভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ।

পুরাণ মতে দেবীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধে দেবী কৈলাস ত্যাগ করলে মহামারি, খাদ্যাভাব ঘটে।

পুরাণ মতে দেবীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধে দেবী কৈলাস ত্যাগ করলে মহামারি, খাদ্যাভাব ঘটে।

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ০৭:৫৪
Share: Save:

দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই দেবী অন্নপূর্ণা। দেবী যে কেবল মহাদেবের ঝুলি পূর্ণ করেন তা-ই নয়, দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধে দেবী কৈলাস ত্যাগ করলে মহামারি, খাদ্যাভাব ঘটে। ভক্তগণকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজ কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে। তখন দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তদের মহামারি ও খাদ্যাভাব থেকে রক্ষা করেন।

তাই আজও চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠাভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ।

আগামী ৬ বৈশাখ ২০ এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী অন্নপূর্ণাদেবীর মহাপূজা অন্নকূট অনুষ্ঠান।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ৫ বৈশাখ, সোমবার।

ইংরেজি– ১৯ এপ্রিল, সোমবার।

সময়– রাত ১২টা ০৩ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ৬ বৈশাখ, মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল, মঙ্গলবার।

সময়– রাত ১২টা ৪৪ মিনিট।

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত পৌনে ১টা।

নবমী তিথি শেষ–

বাংলা– ৭ বৈশাখ বুধবার।

ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।

সময় – রাত ১২টা ৩৬ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ৫ বৈশাখ সোমবার।

ইংরেজি– ১৯ এপ্রিল সোমবার।

সময়– রাত ০৬টা ৫৫ মিনিট ৩২ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত ০৭টা ১৬ মিনিট ৪৭ সেকেন্ড।

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত ৭টা ১৬ মিনিট ৪৮ সেকেন্ড।

নবমী তিথি শেষ–

বাংলা– ৭ বৈশাখ বুধ।

ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।

সময়– রাত ৭টা ০৭ মিনিট ৩৪ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Annapurna Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE