Advertisement
২১ মে ২০২৪

চন্দ্রের গোচর ফল

গোচর বিচার সকল রাশির সকল জাতক-জাতিকার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য। আপনার জন্মকুন্ডলী অনুসারে চন্দ্র কোন স্থানে অবস্থান করছেন দেখে নিন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০০:০১
Share: Save:

গোচর বিচার সকল রাশির সকল জাতক-জাতিকার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য। আপনার জন্মকুন্ডলী অনুসারে চন্দ্র কোন স্থানে অবস্থান করছেন দেখে নিন (প্রত্যেক ডাইরেক্টারি পঞ্জিকা অনুসারে)।

জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে গণনা করতে হবেঃ-

১। জন্মরাশিতে- জন্মরাশিতে চন্দ্রের অবস্থান কালে বস্ত্র, সুখাদ্য এবং ভূষণাদি লাভ হয়। সুনিদ্রা বা গভীর নিদ্রা হয় অর্থাৎ অনিদ্রা দূর হয়।

২। দ্বিতীয় স্থানে- জন্মরাশির দ্বিতীয় স্থানে চন্দ্রের অবস্থান কালে বন্ধুদের তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়। তাছাড়া উদ্যোগে বা প্রচেষ্টায় অহেতুক বাধার সৃষ্টি হয়ে থাকে।

৩। তৃতীয় স্থানে- জন্মরাশির তৃতীয় স্থানে চন্দ্রের অবস্থানকালে অপ্রত্যাশিতভাবে অর্থলাভ, স্বাস্থ্যোন্নতি, উদ্যমে বা প্রচেষ্টায় সাফল্য লাভ হয়ে থাকে।

৪। চতুর্থ স্থানে- জন্মরাশির চতুর্থস্থানে চন্দ্রের অবস্থানকালে অযথা ভ্রমণ অর্থাৎ উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি এবং মানসিক অশান্তি সূচিত হয়ে থাকে।

৫। পঞ্চম স্থানে- জন্মরাশির পঞ্চমস্থানে চন্দ্রের অবস্থানকালে স্বাস্থ্যহানি, দুঃখ, হতাশা, শোক প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

৬। ষষ্ঠ স্থানে- জন্মরাশির ষষ্ঠস্থানে চন্দ্রের অবস্থান কালে পারিবারিক সুখ, উদ্দেশ্য বা প্রচেষ্টায় সাফল্য, স্বাস্থ্যোন্নতি এবং ব্যবসায় লাভ হয়ে থাকে।

৭। সপ্তম স্থানে- জন্মরাশির সপ্তমস্থানে চন্দ্রের অবস্থানকালে আয় বৃদ্ধি পায় ও সুখলাভ হয়।

৮। অষ্টম স্থানে- জন্মরাশির অষ্টমস্থানে চন্দ্রের অবস্থান কালে মিত্রজনের সঙ্গে বিবাদ, নানা ক্ষতি, স্বাস্থ্যহানি, অনিদ্রা, দুশ্চিন্তা, প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

৯। নবম স্থানে- জন্মরাশির নবম স্থানে চন্দ্রের অবস্থানকালে দুশ্চিন্তা, শত্রুভয় ও দুর্ভাবনা সূচিত হয়।

১০। দশম স্থানে- জন্মরাশির দশমস্থানে চন্দ্রের অবস্থানকালে উদ্যম বা প্রচেষ্টায় সাফল্য লাভ হয়ে থাকে।

১১। একাদশ স্থানে- জন্মরাশির একাদশ স্থানে চন্দ্রের অবস্থানকালে গৃহে অবাঞ্জিত ব্যক্তির বা অতিথির আগমন ঘটে।

১২। দ্বাদশ স্থানে- জন্মরাশির দ্বাদশস্থানে চন্দ্রের অবস্থানকালে দুশ্চিন্তা ও অতিরিক্ত অর্থব্যয় সূচিত হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Transit effects moon astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE