Advertisement
১৭ এপ্রিল ২০২৪

আপনি কিসে ভয় পান, বলে দেবে আপনার রাশি (প্রথম অংশ)

ভয় মানুষ জন্ম থেকেই বহন করে আনে। রাশি অনুযায়ী বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়ে ভয় পেয়ে থাকেন। এখানে বিভিন্ন রাশি অনুযায়ী কে কিসে ভয় পায়, তার সংক্ষিপ্ত আলোচনা করা হল

কৃষ্ণপ্রেম
শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০৪:১০
Share: Save:

ভয় মানুষ জন্ম থেকেই বহন করে আনে। রাশি অনুযায়ী বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়ে ভয় পেয়ে থাকেন। এখানে বিভিন্ন রাশি অনুযায়ী কে কিসে ভয় পায়, তার সংক্ষিপ্ত আলোচনা করা হল:

মেষ: আপনার যদি ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জন্ম হয়, তা হলে আপনি আজীবন কাজ করতে চাইবেন। আপনি কখনও স্থির হয়ে কোনও জায়গায় দীর্ঘ সময় বসে থাকতে পারেন না কারণ আপনার প্রকৃতি সদা ব্যস্ত, সদা বিরামহীন। আপনাকে যদি কোন এক জায়গায় দীর্ঘ ক্ষণ বসে থাকতে বলা হয়, আপনি হাঁপিয়ে ওঠেন। তাই আপনার জন্মগত ভয় হচ্ছে, আপনাকে অলস ভাবে জীবন কাটাতে হচ্ছে। সেটা আপনার কাছে নরক যন্ত্রণার সমান।

বৃষ: আপনার জন্ম যদি ২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে হয়ে থাকে, তবে আপনার জন্মগত ভয় হচ্ছে দারিদ্রতা। বৃষের জাতক জাগতিক সুখভোগ, যেমন বাড়ি, গাড়ি, ব্যাঙ্ক ব্যালান্স, ভাল খাবারদাবারের মধ্যে জীবন কাটাতে চায়। আপনি চরম ভাবে সুখ ও স্বাচ্ছন্দ চান। তাই আপনার ভিতরে যে ভয়টা কাজ করে, সেটা হল এই স্বাচ্ছন্দ থেকে সরে গিয়ে কোনও কারণে দারিদ্রতা ভোগ করা। আপনি এমনিতে সে ভাবে মৃতুকে ভয় পান না, কিন্তু দারিদ্রতাকে আপনি চরম ভাবে ভয় পান।

আরও পড়ুন: আপনার জন্মকুণ্ডলীতে কি রবীন্দ্রনাথের মতো এই যোগগুলি আছে?

মিথুন: আপনার জন্ম যদি ২১ এপ্রিল থেকে ২০ জুনের মধ্যে জন্ম হয়, তা হলে আপনি মনের দ্বারা বেশি চালিত হন। অন্যের থেকে আপনার স্নায়ু বেশি মাত্রায় সক্রিয়। আপনার মস্তিষ্কের থেকে মন বেশি সক্রিয়। এই রাশির লোকেরা মেষের মতোই রেস্টলেস হয়। পার্থক্যের মধ্যে মেষের জাতকের শরীর বেশি সক্রিয়, আর এঁদের মন। এঁদের কাছে পরিবেশ কোনও বিষয় নয়। এঁরা যেখানেই যাবেন কথা বলার লোক জোগার করে নেবেন। এটাই এঁদের চারিত্রিক বৈশিষ্ট। তাই এঁরা সব সময় কথা বলতে চায়, মনের ভাব আদান প্রদান করতে চায়। মিথুনের লোকদের যদি বলা হয় একা থাকতে, সেটাই এঁদের কাছে সব থেকে মারাত্মক ভয়।

কর্কট: আপনার যদি ২১ জুন থেকে ২২ জুনের মধ্যে জন্ম হয়ে থাকে, তা হলে আপনি কর্কটের অধিকারে জন্মেছেন। আপনারা স্বভাবের দিক থেকে গভীর ভাবাবেগের রাশি। আপনারা আপনাদের আবেগ, অনুভূতিকে কারও সঙ্গে শেয়ার করতে ভালবাসেন না। খুব কাছে কয়েক জন ছাড়া আপিন কাউকে বিশ্বাস করতে পারেন না। আপনারা ছোটবেলা থেকেই একটু ঘরকুনো প্রকৃতির। দু’একজনের সঙ্গে গভীর বন্ডেং তৈরি হয় আপনার, এটাই আপনাদের প্রকৃতি। আপনারা ঘণ্টার পর ঘণ্টা বাড়িতেই নিজেদের পরিবারের গণ্ডির মধ্যে কাটাতে ভালবাসেন। ফলে আপনাদের সব থেকে ভয় থাকে এই সব নিজেদের লোক থেকে সরে যাওয়ার। আপনি কোনও ভাবেই পরিত্যক্ত হতে চান না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fear Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE