Advertisement
১৯ মে ২০২৪

চলছে অত্যন্ত অশুভ অঙ্গারক যোগ, কী ভাবে প্রতিকার পাবেন জেনে নিন

চলছে অত্যন্ত অশুভ অঙ্গারক যোগ, কী ভাবে প্রতিকার পাবেনজন্মকুণ্ডলীতে অশুভ যোগ জন্মকালীন অবস্থায় বর্তমান থাকলে সেই অশুভ যোগের দায়ী গ্রহের প্রভাব (মহাদশা-অন্তর্দশা-প্রত্যন্তর্দশা) চলাকালীন কষ্ট বেশি হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ০০:০০
Share: Save:

জন্মকুণ্ডলীতে অশুভ যোগ জন্মকালীন অবস্থায় বর্তমান থাকলে সেই অশুভ যোগের দায়ী গ্রহের প্রভাব (মহাদশা-অন্তর্দশা-প্রত্যন্তর্দশা) চলাকালীন কষ্ট বেশি হয়। এ ছাড়া গোচরে অশুভ যোগ সৃষ্টি হলেও সেই দশায় ভোগান্তির একশেষ হবে। গত মে মাসের ৭ তারিখ থেকে এই রকম একটি যোগের সূচনা হয়েছে এবং তা চলবে আগামী ২২ জুন, ২০১৯ পর্যন্ত। এখন প্রশ্ন হল, কী এই যোগ? এই যোগটি সৃষ্টি হয়েছে মিথুনে মঙ্গল এবং রাহুর মিলনের ফলে। যোগটি অত্যন্ত অশুভ। এই যোগকে অঙ্গারক যোগ বলা হয়।

কেন এই যোগকে অশুভ বলা হচ্ছে?

প্রথমত, এর জন্য গ্রহের কারকতা দায়ী। যেমন রাহু ও মঙ্গল।

রাহু: রাহু প্রধানত ঋণাত্মক শক্তি, যা ষড়যন্ত্রের কারক গ্রহ। কিন্তু এটাও ঠিক, রাহু হঠাৎ হঠাৎ ফল (সে সুফলই হোক বা কুফল) দেয় এবং সেগুলি বেশি দিন টেকে না। রাহু জাতকের মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে যা অবৈধ কাজকর্ম বা সম্পর্কের দিকে ঠেলে দেয়। তেমনই রাহু মানুষকে হয়রান করে ছাড়ে। বিবেচনা, বুদ্ধির উপর এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ ভুলভাল কাজে যুক্ত হয়ে থাকে। রাহুর কুপ্রভাবে কাছের মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা নিজে ষড়যন্ত্রের শিকার হয়। রাহু ক্যানসারের কারক গ্রহ। দীর্ঘস্থায়ী রোগ, যা সহজে সঠিক ডায়াগনসিস হয় না, তা-ও রাহুর অশুভত্বের জন্য হয়ে থাকে। অসামাজিক কাজকর্মে যুক্ত হওয়ার জন্যও রাহু উস্কানি দেয়।

মঙ্গল: মঙ্গল ভূমিপুত্র, ভূসম্পত্তির অন্যতম কারক গ্রহ। তেমনই অফুরন্ত প্রাণশক্তিরও গ্রহ মঙ্গল। যে মঙ্গলের জাতকের জীবনে মঙ্গলের শুভত্ব রয়েছে, তিনি কখনওই হার মানেন না। মঙ্গল আবার ভাইকেও নির্দেশ করে।এরই পাশাপাশি, রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত মঙ্গলের কারকতা। মঙ্গলের জাতক সাধারণত (শুভ থাকলে) প্রশাসনিক কার্যক্রম, সীমান্ত রক্ষীবাহিনী, সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে কর্মলাভ করতে পারে।

এখন দেখা যাক মঙ্গল-রাহুর যুতিতে কী কী সমস্যার মুখোমুখি হতে হবে জাতককে:

মঙ্গল-রাহু একযোগে ভাইয়ে ভাইয়ে অশান্তির সৃষ্টি করতে পারে।

কোনও জমি-বাড়ি বা সম্পত্তি কিনতে গেলে কাগজপত্র ঠিক ভাবে দেখে নিতে হবে। না হলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা।

কোনও দুরারোগ্য রক্তের ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: লেবু দিয়ে কয়েকটি টোটকা যা জীবনে অর্থের অভাব আসতে দেবে না

অবৈধ যৌন সম্পর্ক ঘটতে পারে।

হঠাত্ কোনও কারণে খরচ হতে পারে।

দীর্ঘস্থায়ী দাম্পত্য সম্পর্কে অশান্তির উদয় হতে পারে।

মোট কথা, রাহুর অশুভত্বের জন্য যা যা ঘটে, সেটাই আরও প্যাঁচালো ভাবে ঘটিত হয়ে সমস্যার সৃষ্টি করে।

এখন দেখে নেওয়া যাক এই ধরনের সমস্যায় প্রতিকার হিসাবে কী করণীয়:

১। চন্দ্র ক্ষেত্রকে জোর দিলে এ ক্ষেত্রে উপকার হয়। তাই বেশি করে (দিনে অন্তত চার লিটার) জল খান। সবুজ সব্জি বুধকে জোর দেয়। তাই বেশি সব্জি খান।

২। গণেশ, শিব ও হনুমানজির পূজা করুন।

৩। মঙ্গলের দান- লাল বস্ত্র, অন্ন, চানা, বেদানা, আপেল দান করুন।

৪। রাহুর দান- কালো কাপড়, টক বস্তু, তেল, শনিবার দান দিতে হবে।

৫। গরুকে সবুজ ঘাস খাওয়াবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Angarak yoga Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE