শিবলিঙ্গে অভিষেকের উপাদান বিভিন্ন হতে পারে। ছবি: সংগৃহীত।
দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারে সম্পন্ন করা হয়। বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারের মধ্যে অভিষেক একটি বিশেষ ধর্মীয় আচার।
এই বিশেষ পদ্ধতি বা আচারে পবিত্র মন্ত্র বা দেবাদিদেবের নাম উচ্চারণের সহিত দেবাদিদেব মহাদেবের মূর্তি, বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবিদ্য দ্বারা স্নান করানো হয়।
অভিষেকের উপাদান বিভিন্ন হতে পারে। বিভিন্ন উপাদানে অভিষেকে ভিন্ন ফল প্রাপ্তি হয়।
শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কী ফল লাভ হয়?
দুধ অভিষেকে শিবলিঙ্গ দুধ দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
দুধ অভিষেকে দীর্ঘ জীবন প্রাপ্তি হয়।
মধু অভিষেকে শিবলিঙ্গ মধু দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
মধু অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয়।
ঘি অভিষেকে শিবলিঙ্গ ঘি দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
ঘি অভিষেকে রোগ এবং অসুস্থতা হইতে পরিত্রান মেলে।
পঞ্চমৃতম অভিষেকে শিবলিঙ্গ (পাকাকলা, গুর, মিছরি, বীজহীন খেজুর, মধু ) দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
পঞ্চমৃতম অভিষেকে ধন সম্পদ প্রাপ্তি হয়।
দই অভিষেকে শিবলিঙ্গ দই দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
দই অভিষেকে সন্তানের মঙ্গল হয়। সন্তান সম্পর্কিত শুভ ফল প্রাপ্তি হয়।
চন্দন অভিষেকে শিবলিঙ্গ চন্দন দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
চন্দন অভিষেকে ভাগ্য উন্নতি এবং শরীর স্বাস্থ্য ভাল হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy