Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিবাহ এবং তাঁর পরবর্তী জীবন কেমন হবে?

বাবা মা এবং আত্মীয় পরিজনেরাও একটা নির্দিষ্ট সময়ের পর তাদের সন্তানের বিবাহের জন্য উতলা হয়ে পড়েন। কিন্তু কথায় আছে জন্ম,মৃত্যু,বিয়ে সবই বিধাতার হাতে লেখা।এই প্রসঙ্গেই বলা যায় জোত্যিষশাস্ত্রের সঠিক বিচারের মাধ্যমে জানা সম্ভব বিয়ে কখন হবে?

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০০:০৭
Share: Save:

প্রতিটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে। এই বিয়ে এবং তাঁর পরবর্তী জীবন নিয়ে সকল মানুষের মধ্যে কমবেশি একটা উত্সাহ লক্ষ্য করা যায়। আবার অনেকের মধ্যে বিয়ে নিয়ে এক ধরনের চাপা আশঙ্কা ও ভয় কাজ করে। বাবা, মা এবং আত্মীয় পরিজনেরাও একটা নির্দিষ্ট সময়ের পর তাদের সন্তানের বিবাহের জন্য উতলা হয়ে পড়েন। কিন্তু কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে সবই বিধাতার হাতে লেখা। এই প্রসঙ্গেই বলা যায় জোত্যিষশাস্ত্রের সঠিক বিচারের মাধ্যমে জানা যাবে বিয়ে কখন হবে এবং বিবাহের পরবর্তী জীবন কেমন যাবে, জীবন সঙ্গী কেমন হবে ইত্যাদি। বিবাহ বিষয় জানতে হলে লগ্ন ,চন্দ্র রবি, আত্মকারক গ্রহ ও বৃশ্চিক রাশি থেকে সপ্তম স্থান বিচার করতে হবে।

বিবাহ হয় না কোন ক্ষেত্রে

• সপ্তমপতি , শুক্র এবং লগ্ন অনুর্বর রাশিতে থাকলে বিবাহ হয় না (মিথুন , কন্যা , ধনু ও সিংহ রাশিকে অনুর্বর রাশি বলে ) ।

• সপ্তমপতি নবমে বুধ ও শনি যুক্ত হয়ে থাকলে এবং সপ্তমে চন্দ্র ও শুক্রের যদি দৃষ্টি না থাকে তাহলে বিবাহ হয় না।

• দুর্বল লগ্নপতি, চন্দ্র ও শুক্র ষষ্ঠে অথবা দ্বাদশে শনির দ্বারা পীড়িত হলে সপ্তমপতি সপ্তমে দৃষ্টি না দিলে জাতকের বিবাহ হয় না।

দেরিতে বিবাহ যোগ

• শুক্র বা একাধিক গ্রহ মেষ রাশিতে অবস্থান করলে দেরিতে বিবাহ হয়।

• পুরুষের ক্ষেত্রে চন্দ্র চতুর্থ বা দশম স্থানে থাকলে দেরিতে বিবাহ হয়।

• স্ত্রীর ক্ষেত্রে রবি চতুর্থ বা দশম স্থানে থাকলে দেরিতে বিবাহ হয়।

বিবাহ কাল

• পঞ্চম , সপ্তম , বা নবম রাশিতে বৃহস্পতি গমন করলে এবং তখন যদি সপ্তম, নবম ও লগ্নপতির দশান্তদশা থাকলে বিবাহ হবে।

বিবাহিত জীবনে সুখ ও দুঃখ

• সপ্তমে ও লগ্নে গ্রহ পরস্পর মিত্রতা থাকলে বিবাহিত জীবন সুখের হয়ে থাকে।

• রবি বা মঙ্গল বা নবমপতি নবমস্থ হলে জাতকের স্ত্রী এবং জাতিকার পুরুষ সৎ স্বভাব, ধর্মপরায়ণ ও সৎ গুনের হয়।

• জাতিকার চতুর্থে রাহু থাকলে সে বিবাহিত জীবনে খুব একটা সুখ ভোগ করে না।

• যখন সপ্তমপতি অথবা শুক্র বক্রী হয়,পুরুষেরও যখন সপ্তমপতি অথবা মঙ্গল বক্রী হয় নারির বিবাহিত জীবন সুখের হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Wedding Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE