Advertisement
E-Paper

বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দেওয়ালে ঘড়ি রাখা উচিত? জ্যোতিষীর থেকে জেনে নিন

বর্তমান যুগে বেশির ভাগ মানুষ মোবাইলে ঘড়ি দেখলেও আমাদের সকলের বাড়ির দেওয়ালেই ঘড়ি থাকে। তবে ঘরের যে কোনও দিকে ঘড়ি ঝোলানো উচিত নয়। ঘরের ভুল জায়গায় ঘড়ি রাখলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ০৮:২৫
Where should you place your wall clock according to Vastu Shastra

—প্রতীকী ছবি।

একটা ঘড়ি ছাড়া ঘরের সাজ যেন অসম্পূর্ণ। বাড়িতে একটা টিকটিক শব্দ করা ঘড়ি যদি না থাকে, তা হলে ঘরটা খুব খালি খালি লাগে। সময়ের মূল্য আমাদের সকলের কাছেই খুব বেশি। তাই দৈনন্দিন জীবনে আমাদের ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। যে কোনও কাজই হোক না কেন, আমাদের তা সময়ের মধ্যে শেষ করতে হবে, এবং তা দেখার জন্য প্রয়োজন একটা ঘড়ির। বর্তমান যুগে বেশির ভাগ মানুষ মোবাইলে ঘড়ি দেখলেও, আমাদের সকলের বাড়ির দেওয়ালেই একটা ঘড়ি থাকে। তবে ঘরের যে কোনও দিকে ঘড়ি ঝোলানো যাবে না। কারণ ঘরের ভুল জায়গায় ঘড়ি রাখলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়। ঘরে ঘড়ি ঝোলানোর সঠিক দেওয়াল কোনটা, জেনে নিন।

১) ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি রাখা উচিত। পূর্ব দিকে দেবরাজ ইন্দ্রের বাস। তাই এই দিকে ঘড়ি ঝোলালে ক্ষমতা প্রাপ্তি হয়। পশ্চিম দিকে বরুণ দেবতার বাস। এই দিকে ঘড়ি ঝোলালে জীবন স্থিতিশীল হয়। উত্তর দিকে ধন দেবতা কুবেরের বাস। এই দিকে ঘড়ি ঝোলালে অর্থলাভ হয়। সাধারণত দক্ষিণ দিকে যমরাজের বাস। তাই এই দিকে ঘড়ি না ঝোলানোই শ্রেয়। কারণ, এই দিকে ঘড়ি ঝোলানোর অর্থ যমরাজকে আহ্বান করা।

২) শোবার ঘরে ঘড়ি যেন বিছানা থেকে অনেকটা দূরে থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে।

৩) কাচ ভাঙা ঘড়ি, বা বন্ধ ঘড়ি ঘরে একেবারেই রাখতে নেই।

৪) গোল আকৃতির ঘড়ি খুব শুভ বলে মানা হয়।

৫) ঘড়ির সময় কখনও খুব বেশি এগিয়ে বা খুব বেশি পিছিয়ে রাখবেন না। এক-দু’মিনিটের ব্যবধানে এগিয়ে রাখা যেতে পারে, তার বেশি না রাখাই ভাল।

৬) ঘরের ভেতর কখনও নীল, কালো এবং কমলা ঘড়ি রাখবেন না।

৭) পেন্ডুলাম ঘড়ি শোবার ঘরে রাখতে নেই, এতে স্বামী-স্ত্রীর মধ্যে খুব বেশি কলহের সৃষ্টি হয়।

Vastu Shastra Vastu Wall Clock Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy