Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩

বেলপাতা ছাড়া শিবঠাকুর আর কোন কোন পাতায় সন্তুষ্ট হয় জানেন?

আসুন দেখে নেওয়া যাক কোন কোন পাতায় সন্তুষ্ট হন শিব ঠাকুর

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

শিবের পুজো প্রায় সব বাড়িতেই হয়। ফুল, বেল পাতায় সাজানো হয় শিবলিঙ্গ। কিন্তু ঠিক কোন ফুল আর কোন পাতায় সন্তুষ্ট হন শিব?

আসুন দেখে নেওয়া যাক কোন কোন পাতায় সন্তুষ্ট হন শিব ঠাকুর—

১। অশ্বত্থ গাছের পাতা দেওয়া উচিত শিব ঠাকুরকে। স্কন্দ পুরাণে বলা হয়, ব্রহ্মা, বিষ্ণু ও শিব অশ্বত্থ গাছের পাশে থাকতেন। প্রত্যেকের আলাদা আলাদা জায়গা ছিল। তাই বেলপাতা ছাড়া অশ্বত্থ পাতা দিলেও একই রকম সন্তুষ্ট হন শিব।

২। শুধু মাত্র এই কারণেই নয়। বলা হয়, শিব ঠাকুরকে অশ্বত্থ পাতা দিলে শনির দোষ কেটে যায়।

৩। হিন্দু শাস্ত্র মতে, বটগাছ অমরত্বের প্রতীক। কিন্তু জন্ম বা পুনর্জন্মের প্রতীক নয়। বলা হয়, বটগাছের তলায় বসতেন ভগবান শিব। মৃত্যু ভয়ের বিরুদ্ধে লড়াই করতেন। তাই শিব ঠাকুরকে বটপাতা দিলে দীর্ঘায়ু লাভ করা যায়।

৪। অশোক পাতা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ এনার্জি নিয়ে আসে এই অশোক পাতা। এই পাতা শিবঠাকুরকে দিলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া যায় আর সমাজে খ্যাতি পাওয়া যায়।

আরও পড়ুন: মাঙ্গলিক যোগ মানেই কিন্তু মাঙ্গলিক দোষ হয় না

৫। সৌভাগ্যের প্রতীক হিসাবে দরজার সামনে রাখা হয় আমপাতা। আর উল্লেখ রয়েছে রামায়ন-মহাভারতেও। শিব ঠাকুরকে আমপাতা দিয়ে পূজা করলে সমৃদ্ধি হয়।

৬। আকন্দ শিব ঠাকুরের খুব প্রিয়। মানসিক চাপ থেমে মুক্তি পেতে আকন্দ পাতা দিন শিব ঠাকুরকে।

৭। বেদানা গাছের পাতা দিয়েও শিব ঠাকুরকে পুজো করলে দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE