Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জ্যোতিষ মতে কাদের কিডনির সমস্যা হয়

নানা কারণে কিডনিতে স্টোন হয়। দেখা গিয়েছে, যাদের জন্মছকে চন্দ্র ও শুক্র  দুর্বল বা অন্য কোনও অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত বা কুপিত, তাদের কিডনিতে বা পিত্তথলিতে স্টোন হওয়ার সম্ভাবনা প্রবল।

অসীম সরকার
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

নানা কারণে কিডনিতে স্টোন হয়। দেখা গিয়েছে, যাদের জন্মছকে চন্দ্র ও শুক্র দুর্বল বা অন্য কোনও অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত বা কুপিত, তাদের কিডনিতে বা পিত্তথলিতে স্টোন হওয়ার সম্ভাবনা প্রবল।

যাদের জন্মছকে ক্ষীণচন্দ্র বা দুর্বল চন্দ্র মানে শারীরবৃত্তীয় কাজে যতটা জলের ব্যবহার হওয়া উচিত ততটা জল শরীর পায় না। ফলে শরীর তার কাজের জন্য যে ভাবে জলকে ব্যবহার করতে চায় তা পারে না। এমন হতে পারে, জল কম খায় বা জল খাওয়ার ইচ্ছা কম থাকে। এর ফলে কিডনিতে ছোট বালুকনার মতো দানা তৈরি হয়ে কালক্রমে বড় স্টোন হয়। এইগুলি চন্দ্র দুর্বল থাকলে হয়। শুধু চন্দ্র দুর্বল থাকলে কিডনিতে স্টোন হয় তা নয় এর সঙ্গে আরও কিছু বিষয় থাকে তা পরপর আলোচনা করা হল।

শুক্র বা তুলা রাশি হচ্ছে কিডনির রাশি। কোনওক্রমে এই সকল জন্মছকের শুক্র বা তুলা রাশি বা সপ্তম ভাব শনি ও মঙ্গল দ্বারা কুপিত বা দূষিত হয়, তা হলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। শনি-মঙ্গল কিডনিকে সুস্থ ও স্বাভাবিক থাকতে দেবে না।

সাধারণত তিন ধরনের স্টোন শরীরে গড়ে ওঠে। অক্সালেট, ইউরেটস এবং ক্যালসিয়েটস।

এ বার কারণগুলি দেখা যাক—

(১) কোনও ভাবে যে কোনও জাতক/জাতিকার জন্মছকে সপ্তম ভাব যদি অশুভ গ্রহদ্বারা প্রভাবিত হয় বা অশুভ গ্রহ অবস্থান করে, তা হলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। তবে এর সঙ্গে জীবনশৈলী বা খাওয়া দাওয়ার প্রশ্ন এসেই যায়।

(২) যাদের তুলা রাশি দুর্বল বা অশুভ গ্রহ অবস্থান হেতু দুষিত বা শনি তুলায় অবস্থান করে, তাদের কম বেশি কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হতে দেখা যায়। এ বার সেই শনির সঙ্গে রাহুর বেশি মেলামেশা থাকলে রোগটা ক্রনিক আকারে দেখা দিতে পারে। শনি তুলায় থাকা মানে কিডনির স্বাভাবিক কাজকে কঠিন করে তোলা।

(৩) তাই সপ্তম ভাব বা সপ্তম পতি বা তুলা রাশি শনি দ্বারা আক্রান্ত হলে বা শনি-রাহু দ্বারা আক্রান্ত হলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে।

(৪) এই শনির সঙ্গে কোনও ভাবে মঙ্গল সংযুক্ত হলে বা দৃষ্টি দিলে, তখন অস্ত্রোপচার অবধারিত।

(৫) চন্দ্র ও মঙ্গল এক সঙ্গে থাকলে বা মঙ্গল যদি ৯০ ডিগ্রি পেক্ষায় চন্দ্রকে দেখে, তা হলে পাথর অস্ত্রোপচার করে বের করতে হতে পারে। তার সঙ্গে সপ্তম ভাব ও তুলা রাশি যদি শনি বা শনি–রাহু/কেতু দ্বারা আক্রান্ত হয় তবেই হয়।

(৬) শনি ও কেতু তুলায় থাকলেও অনেকে কিডনি সংক্রান্ত রোগে ভোগে। সে ক্ষেত্রে অবশ্যই চন্দ্রকে দুর্বল থাকতে হবে।

(৭) যাদের সপ্তম ভাব তুলা রাশি, বা লগ্ন তুলা রাশি বা জন্মছকে তুলা রাশি কোনও ভাবে অশুভ শনি বা শনি-মঙ্গল বা শনি-কেতু বা শনি-রাহু দ্বারা আক্রান্ত হয়, তাদের ভাল ভাবে কোনও জ্যোতিষী দ্বারা কাউন্সেলিং করিয়ে আগে থেকে ডাক্তারের পরামর্শ মতো নিয়ম মেনে চললে এই রোগের কবলে নাও পড়তে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kidney Astrology Human
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE