Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Women

সংসারে উন্নতি নিশ্চিত করতে এই পরামর্শগুলি মেনে চলতে পারেন নারীরা

সংসারে নারীর অবদানের কথা নতুন করে বলার কিছু নেই। কারণ একটি ঘরকে পূর্ণ সংসারে পরিণত করে তোলেন একজন নারীই।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ মে ২০২২ ০৮:২১
Share: Save:

সংসারে নারীর অবদানের কথা নতুন করে বলার কিছু নেই। কারণ একটি ঘরকে পূর্ণ সংসারে পরিণত করে তোলেন একজন নারীই। প্রত্যেক নারীই চান, কী ভাবে তাঁর সংসার সর্বদা সুখশান্তিতে ভরে থাকবে। তবে সংসার জীবনে উত্থান-পতন বা সুখ-দুঃখ তো আছেই, তাই সংসারে সুখশান্তি সর্বদা বেঁধে রাখতে নারীরা এই উপায়গুলি মেনে চললে খুবই উপকার পাওয়া যাবে।

• নারীরা স্নানের সময় মুখে কিছুটা জল ধরে রেখে স্নান করুন এবং স্নান হয়ে গেলে জলটা মুখ থেকে ফেলে দিন।

• অবশ্যই লক্ষ রাখবেন, পুজো করতে বসে যেন কখনও হাই না ওঠে। নিজের বাড়িতে হোক বা অন্য কোথাও, যেখানেই পুজো হোক সেখানে হাই ওঠা খুবই অশুভ।

• নারীদের কখনও নিজের শিশুর দিকে পিঠ করে অর্থাৎ পিছন ফিরে ঘুমাতে নেই, যে দিকে শিশু ঘুমিয়ে থাকে সে দিকে মুখ করে ঘুমাতে হয়।

• সাধ্য মতো আপনার যেটুকু সম্ভব মুক্তা কাউকে দান করুন, নারীদের মুক্তা দান করা খুবই মঙ্গলজনক বলে মানা হয়।

• যে সব নারীর বিবাহে বাধা আসছে, তাঁরা মঙ্গলবার ও বৃহস্পতিবার মাথায় সাবান-শ্যাম্পু লাগাবেন না।

• বিবাহিত নারীদের স্নানের সময় বৃহস্পতিবার মাথায় জল দিতে নেই। যথাসম্ভব এই নিয়মটি মেনে চলার চেষ্টা করুন।

• রাত্রিবেলা কোনও নারীকে দই খেতে নেই।

• বিবাহিত নারীদের চোখে পরার কাজল কখনও অন্য কাউকে দিতে নেই।

• ঘরে ঝাঁটা এমন জায়গায় রাখুন, যেন তার উপর স্বামীর নজর না পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE