হিন্দু ধর্মে নানা মন্ত্রের কথা বলা রয়েছে। সেই সকল মন্ত্রের গুণ অনেক। আমরা বিশ্বাস করি বা না করি, জীবনের নানা কঠিন পরিস্থিতি থেকে বার করে আনতে কার্যকরী মন্ত্র। মন্ত্রপাঠের মাহাত্ম্য প্রভূত। তবে ব্যস্ত জীবনে সকলের পক্ষে সময় বার করে মন্ত্রপাঠ করা সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে ফললাভের জন্য অন্য টোটকার কথাও বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। বিশেষ একটি মন্ত্র রয়েছে। সেটিকে তালুতে লিখে রাখলে হবে বিস্ময়। অর্থসমস্যা হবে অতীত।
কোন মন্ত্র লিখতে হবে?
তালুতে লিখুন ‘ওম শ্রীম।’
ওম-কে বিশ্বসংসারের প্রথম শব্দ হিসাবে মনে করা হয়। অন্য দিকে শ্রীম হল মহালক্ষ্মীর বীজমন্ত্র। এই দুই শব্দের মধ্যে একটা পজ়িটিভ শক্তি কাজ করে। এই দু’টিকে হাতে লিখলে সৌভাগ্য বৃদ্ধি ঘটবে। এই শব্দ সুখ, সম্পদ ও সমৃদ্ধিকে আকর্ষণ করে। তাই হাতের পাতায় ‘ওম শ্রীম’ লিখলে তা যেমন আমাদের মানসিক জোর দেয়, তেমনই সম্পদ ও সাফল্যের পথ খুলে দেয়।
আরও পড়ুন:
কী ভাবে লিখবেন?
সকালে স্নান সেরে শুদ্ধ বসন পরুন। তার পর লাল ও সবুজ কালি দিয়ে তালুর উপর ‘ওম শ্রীম’ লিখুন। এর পর ১-২ মিনিট পদ্মাসনে বসে চোখ বন্ধ করে একমনে এই মন্ত্রটি জপ করুন। প্রতি দিন এক বার অন্তত এই কাজ করতে হবে। তা হলেই ভাল ফল পাবেন।
তালুতে ‘ওম শ্রীম’ লেখার ফলে কী হয়?
· উপার্জনের নতুন পথ খুলে যায়।
· ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়।
· সংসারে সমৃদ্ধি আসে।
· মনে পজ়িটিভ চিন্তা বৃদ্ধি পায়।
· পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ভাল হয়।
· ব্যবসা ও চাকরিতে উন্নতি হয়।