Advertisement
E-Paper

আপনার ফোন নম্বর ও আপনার ভাগ্য

আপনার হাতে ৬ সংখ্যার ফোন আছে। আপনি সকলকে নিয়ে থাকতে ভালবাসেন। আপনার পারিবারিক বা সামাজিক জীবন খুব নিবিড় হয়ে থাকে। আপনি ব্যবসা উপলক্ষে ভ্রমণ করে থাকলে এই সখ্যার ফোন নম্বর খুবই ভাল।

অসীম সরকার

শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০০:০১
Share
Save

আপনার ফোন নম্বর যদি ৮৯০২১২৩৪০৬ হয়। তার মানে ৮+৯+০+২+১+২+৩+৪+০+৬=৩৫=৩+৫=৮ তাহলে আপনার সংখ্যা হল আট। ৮ সংখ্যার ফোন নম্বর মানে আপনি প্রচন্ড বাস্তববাদী মানুষ। আপনি জানেন জগতে অর্থ ছাড়া কিছুই হয় না। ৮ সংখ্যার অর্থ বাড়ী ঘর, জায়গা জমি, ভূসম্পত্তি জড়িয়ে আছে। আপনি যদি যৌথ কোনও ব্যবসার সঙ্গে বা কোনও কোম্পানীর সঙ্গে সংযুক্ত থাকেন, তাহলে ৮ সখ্যার ফোন নম্বর বেশ উপকারী হবে। প্রেম, ভালবাসার বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই ফোন নম্বর বাধা সৃষ্টি করবে।

আপনার ফোন নম্বর যদি ৯৩৩৫৭৯৭৩৯৮ হয়, তার মানে (৯+৩+৩+৫+৭+৯+৭+৩+৯+৮=৬৩=৬+৩=৯) আপনি ৯ সংখ্যার ফোন ধরে রয়েছেন। যখন এই নম্বরটি পান তখন আপনার ভাগ্য সুপ্রসন্ন ছিল। তবে নয় সংখ্যার ফোন নম্বরের জন্য আপনার স্বাস্থ্য কখন ভাল কখন মন্দ, এইভাবে ওঠা নামা চলবে। একইভাবে আপনার আর্থিক অবস্থাতেও স্বাস্থ্যের মত একটু ওঠা নামা থাকবে।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ৭ হয় তবে- সাত সংখ্যাটির মধ্যে একটা মিষ্টিক বা আধিভৌতিক ভাব রয়েছে। যারা দার্শনিক, চিন্তাশীল জগতের লোক, যারা ভাবুক প্রকৃতির, যারা নিত্য ধ্যান করেন, তাদের পক্ষে ৭ সংখ্যার ফোন নম্বর বেশ ভাল। এই সংখ্যার লোকেরা মানসিক বা নৈতিক সুশৃঙ্খল জীবন ভালবাসেন।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ৬ হয় তবে- তার মানে আপনার হাতে ৬ সংখ্যার ফোন আছে। আপনি সকলকে নিয়ে থাকতে ভালবাসেন। আপনার পারিবারিক বা সামাজিক জীবন খুব নিবিড় হয়ে থাকে। আপনি ব্যবসা উপলক্ষে ভ্রমণ করে থাকলে এই সখ্যার ফোন নম্বর খুবই ভাল। আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, প্রেম ভালবাসার কালচার করে থাকেন, তাদের বলব তারা যেন অন্য কোনও সংখ্যার ফোন নম্বর ব্যবহার করেন।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ৫ হয় তবে- তাহলে আপনি ৫ সংখ্যার মোবাইল ব্যবহার করছেন। ৫ বুধের সংখ্যা যা নিত্য পরিবর্তনশশীল। আপনি স্থায়ীভাবে কোনও একটা কিছুতে একটানা লেগে থাকতে পারেন না। তবে আপনি নিশ্চিতভাবে একজন উদ্যোগী পুরুষ, এডভেঞ্চার প্রিয়, নিত্য ভ্রমণপ্রিয়, সব সময় কোনও না কোনও কাজে যুক্ত থাকেন। যারা পরিবার পরিজন নিয়ে বাস করেন তাদের পক্ষে এই নম্বরের ফোন ভাল নয়।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ৪ হয় তবে- এই রকম যারা ৪ সংখ্যার ফোন ব্যবহার করে থাকেন, তারা জীবনের সব দিকটাই বুঝে নিতে চান। যেমন, টেবিলের চারটি পায়া থাকে, যা ভালভাবে স্থায়িত্বের নির্দেশ দেয়। আপনি যদি বড় কোনও পরিবারের একজন হন, তবে এই সংখ্যা বিশেষ উপযোগী। ৪ হচ্ছে সেই সংখ্যা, যার সঙ্গে বড় কোনও কর্পোরেট সংস্থা, ব্যাংক, বড় কোনও ফ্যাক্টরি, জাহাজ সংস্থা, ইত্যাদি জড়িত বোঝায়। একলা থাকার পক্ষে এই সংখ্যা মোটেই ভাল নয়।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ৩ হয় তবে- ৩ সংখ্যার ফোন নম্বরের লোকেরা সৃজণমূলক কোনও কাজ, বা কৌতুকজনক কোনও কাজের সঙ্গে যুক্ত থাকার নির্দেশ দেয়। বিশেষ করে, তিন সংখ্যা বোঝায় যুবক-যুবতী, গায়ক, বাদক, নাট্যব্যক্তিত্ব, বা যে কোনও কলা শিল্পের সঙ্গে যুক্ত ব্যাক্তিত্বদের বোঝায়। ৩ সংখ্যা আরও বোঝায় ওই সকল শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের জনপ্রিয়তা কেও। যাদের খুব উচ্চ আকাঙ্খা আছে এবং তা পাওয়ার জন্য যেমন তেমন ভাবে সেই লক্ষে পৌছাতে চায় তাদের পক্ষে ৩ সংখ্যা মোটেই শুভ নয়।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ২ হয় তবে- আপনি প্রেম-ভালবাসাপূর্ন জীবন চান। সেই দিক থেকে ২ সংখ্যা বিশেষ শুভ। এই সংখ্যা পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, দয়া মায়া সহ যে প্রীতির বন্ধন আছে তার কথা বলে। যারা সব রকম সহযোগীতা চান এবং নিজেরাও সহযোগীতা করতে উন্মুখ, তাদের পক্ষে ২ সংখ্যা সব অর্থেই ভাল। যে সব মেয়েরা সেলসের কাজে বা টেলিকলিং-এ যুক্ত থাকেন তারা এমন মোবাইল নম্বর ব্যবহার করুন যেই নম্বরের সংখ্যাগুলির যোগফল যেন দুই (২) হয়। ২ সংখ্যা জনসাধারণের যুক্ত এমন কাজ বোঝায়।

আপনার ফোন নম্বরের সমষ্টি যদি ১ হয় তবে- তার মানে আপনার ফোন নম্বরটি ১ সংখ্যার। নিশ্চিতভাবে এই এক সংখ্যাটি খুবই প্রভাবশালী ও তেজী। আপনি সব সময় জীবনের পজিটিভ দিকটাই দেখে থাকেন। যারা জীবনকে সব দিক থেকে গড়তে চান তারা সর্বদা সেই ফোন নম্বর ব্যবহার করুন যার যোগফল এক। মনে রাখবেন, প্রেম ভালবাসার ক্ষেত্রে এই সংখ্যা ততটা সুবিধের না।

phone number luck astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy