প্রায় সকল মানুষই এমন কারও সঙ্গে সম্পর্কে যেতে চান যিনি তাঁদের মনের কথা বুঝবেন। ব্যস্ত রুটিনের মধ্যেও তাঁর জন্য আলাদা করে সময় বার করবেন। কিন্তু বর্তমানে তেমন মানুষের খোঁজ পাওয়া বিরল বললেও ভুল বলা হবে না। সকলেই নিজ নিজ জগতে এতটাই ব্যস্ত যে অপরের জন্য সময় নেই। সেই কারণে বিচ্ছেদের সংখ্যাও হু হু করে বেড়ে চলেছে। কিন্তু মন ভাঙার মেলার মাঝে অনেকেই কিন্তু সুখেও রয়েছেন। এর নেপথ্যে থাকতে পারে তাঁদের নক্ষত্র। শাস্ত্রমতে, কিছু নক্ষত্রের জাতক-জাতিকারা রয়েছেন যাঁরা নিঃস্বার্থ ভাবে ভালবাসেন। মনের মানুষের জন্য এঁরা যা কিছু করতে পারেন। বদলে একটু ভালবাসা পেলেই এঁরা খুশি। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।
আরও পড়ুন:
কোন কোন নক্ষত্রের ছেলে-মেয়েরা নিঃস্বার্থ ভাবে ভালবাসতে জানেন?
রোহিনী: সাধারণত বৃষ রাশির জাতক-জাতিকাদের নক্ষত্র রোহিনী হয়। এই নক্ষত্রের জাতক-জাতিকারা মনের মানুষের জন্য প্রাণ দিতেও রাজি থাকেন। ভালবাসার মানুষকে এঁরা কখনও কষ্ট পেতে দেন না। তাঁদের সকল ইচ্ছাপূরণ করাই এঁদের জীবনের অন্যতম লক্ষ্য হয়।
মৃগশিরা: মৃগশিরা নক্ষত্রের জাতক-জাতিকাদের মন অত্যন্ত নরম ও সংবেদনশীল হয়। সাধারণত বৃষ ও মিথুন রাশির ব্যক্তিদের এই নক্ষত্রের অধীনে পড়তে দেখা যায়। এঁরা সম্পর্কে সর্বদা শান্তি বজায় রাখতে চান। সেই কারণে এঁদের নিজেদের মানসিক স্বস্তি বিঘ্ন করতেও কুণ্ঠাবোধ করেন না।
আরও পড়ুন:
অনুরাধা: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অনুরাধা নক্ষত্রের অধীনে পড়তে দেখা যায়। এঁদের কাছে ভালবাসার থেকে বড় আর কিছু হয় না। মনের মানুষের খুশিতেই এঁরা নিজেদের আনন্দ খুঁজে পান। এই নক্ষত্রের জাতক-জাতিকারা ভালবাসার মানুষটিকে সর্বদা যত্নের মোড়কে আগলে রাখেন।
বিশাখা: বিশাখা নক্ষত্রের ব্যক্তিরা এক বার যাঁকে মন দেন, তাঁর থেকে আর মন সরাতে পারেন না। উক্ত মানুষটিকে ভাল রাখার জন্য এঁরা যা কিছু করতে পারেন। নিজের সকল শক্তি দিয়ে এঁরা ভালবাসার মানুষটিকে ভাল রাখার চেষ্টায় লেগে পড়েন। সাধারণত বৃশ্চিক ও তুলা রাশির ব্যক্তিদের নক্ষত্র হয় বিশাখা।
আরও পড়ুন:
উত্তর ফাল্গুনী: সিংহ বা কন্যা রাশির জাতক-জাতিকাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধীনে পড়তে দেখা যায়। এঁরা যে কোনও পরিস্থিতিতে সঙ্গীর হাত ছাড়েন না। সর্বদা তাঁকে সহযোগিতা করেন। প্রিয় মানুষটি যাতে কখনও একা বোধ না করেন, সেটির সম্পূর্ণ খেয়াল রাখেন। প্রয়োজনে নিজের কাজ বাদ দিয়ে সঙ্গীর কাজে সাহায্য করেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক-জাতিকারা।
শ্রবণা: শ্রবণা নক্ষত্রের জাতক-জাতিকাদের মতো নির্ভরশীল সঙ্গী খুব কমই পাওয়া যায়। এঁরা প্রিয় মানুষটির মনের খেয়াল রাখতে জানেন। তাঁদের মনে কী চলছে সেটি ধৈর্য নিয়ে শোনেন। সঙ্গীর কষ্ট বোঝার চেষ্টা করেন এবং সেটি কমানোর জন্য কোনও কিছু করাই বাদ রাখেন না। মকর রাশির জাতক-জাতিকারা এই নক্ষত্রের অধীনে পড়ে।
আরও পড়ুন:
চিত্রা: সাধারণত কন্যা বা তুলা রাশির জাতক-জাতিকাদের নক্ষত্র হয় চিত্রা। কেবল প্রেমের সম্পর্ক নয়, যে কোনও সম্পর্ককে এঁরা যত্নে ভরিয়ে রাখেন। সঙ্গীর প্রতি এঁরা অত্যন্ত সহমর্মী হন। তাঁকে যোগ্য সম্মান দেন। মনের মানুষকে দুঃখ দিয়ে এঁরা কোনও কাজ করেন না।