Advertisement
E-Paper

কুনজরের কোপে জীবন হয় তছনছ! জনসমক্ষে বলা বারণ পাঁচ জিনিস, না হলেই ‘শকুনের দৃষ্টি’তে সব ভেস্তে যাবে

খারাপ নজরের ফলে আমাদের হয়ে আসা কাজও ভেস্তে যেতে পারে। নজর জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর। এক বার যে মানুষ এর কবলে পড়েছেন, তিনিই জানেন এটি সাজানো জীবনকে কী ভাবে এক লহমায় তছনছ করে দিতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
evil eye

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঠাকুরমা বা দিদিমারা প্রায়ই বলে থাকেন এটা করতে নেই, এটা বলতে নেই, নচেৎ নজর লেগে যাবে। সেটা শুনে মেজাজ চটে গেলেও পাছে সত্যিই নজর লাগে এ রূপ একটা শঙ্কাও মনের মধ্যে কাজ করে। নজর লাগা ব্যাপারটিকে নিছকই মনগড়া ধারণা বা কুসংস্কার মনে হলেও, শাস্ত্রমতে এটি একটি মারাত্মক ব্যাপার। খারাপ নজরের ফলে আমাদের হয়ে আসা কাজও ভেস্তে যেতে পারে। নজর জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর। এক বার যে মানুষ এর কবলে পড়েছেন, তিনিই জানেন এটি সাজানো জীবনকে কী ভাবে এক লহমায় তছনছ করে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, কিছু জিনিস রয়েছে যা অন্যকে বলতে নেই। এতে কুনজরের কবলে পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

কোন জিনিসগুলো কাউকে বলতে নেই:

পরিকল্পনা: বিয়ের পরিকল্পনা হোক বা ব্যবসা শুরুর পরিকল্পনা, এ সব বিষয়ে কাউকে আগেভাগে জানাতে নেই। কে মনে মনে আপনার খারাপ চাইছে তা আপনি জানেন না। তাই কোনও কাজের পরিকল্পনা কখনওই কারও সঙ্গে ভাগ করে নেবেন না। এতে কাজটি ভেস্তে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। সহজেই শত্রুর কুনজরের শিকার হয়ে যেতে হয়।

দুর্বলতা: নিজের দুর্বলতাও কখনও কারও কাছে প্রকাশ করবেন না। অপর ব্যক্তি সেটির সুযোগ নিতে পারে। একই সঙ্গে খারাপ নজরও দিতে পারে। এর ফলে আপনি সেগুলি কখনও কাটিয়ে উঠতে পারবেন না।

ব্যর্থতা: নিজের ব্যর্থতা নিয়ে সবাই খোলাখুলি আলোচনা করতে পারেন না। আপনার মধ্যে যদি সেই গুণ থাকে তার মানে আপনার মানসিকতা প্রশংসনীয়। তবে এই কাজটি না করাই ভাল। নিজের ব্যর্থতা নিয়ে খোলাখুলি কথা বললে অপরে যেমন আপনাকে বিচার করবে, তেমনই চাইবে যাতে আপনি তাতে কখনওই সফল হতে না পারেন। ফলত খারাপ নজরের শিকার হতে হবে।

সিদ্ধান্ত: জীবনে যদি কোনও বদল আনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে সেটিও জনসমক্ষে প্রকাশ করবেন না। এর ফলে সেটি ভেস্তে গেলেও যেতে পারে। সিদ্ধান্ত যা নেওয়ার সেটি নিজের মনে নিন এবং তার পর সেটির জন্য পরিশ্রম করুন। অপরের সামনে এ বিষয়ে কোনও কথা বলবেন না। নচেৎ কুনজরের কবলে পড়ার প্রবণতা বৃদ্ধি পাবে।

উপার্জন: আপনি মাস গেলে কত টাকা মাইনে পান সেটা জানার আগ্রহ অনেকেই দেখাবেন, তবে কাউকেই সঠিক অঙ্কটি বলবেন না। আপনি প্রচুর টাকা রোজগার করুন বা অল্প কিছু টাকা, এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা অপরকে জানানোর দায় আপনার নেই। তাই এ বিষয়ে যাঁরা আগ্রহ দেখাবে তাঁদের থেকে দূরে থাকাই ভাল।

Evil Eye Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy