২০২৫ প্রায় শেষের পথে। বাকি আর দু’টি মাস। এই বছর সেপ্টেম্বর আর অক্টোবর মাস দু’টি বাঙালি হিন্দুদের নানা উৎসবের মধ্য দিয়ে কেটেছে। ফলত পকেটের অবস্থা খারাপ বললে ভুল কিছু বলা হবে না। নভেম্বর মাসে তাই মন চাইলে লটারি কাটতে পারেন। কারণ লটারি এমন একটি জিনিস যা আমাদের ফাঁকা পকেটকে চট করে ভরে দিতে পারে। তবে এর খারাপ দিকও রয়েছে। ভাগ্যে না থাকলে লটারি কেটে হাতে থাকা টাকাও বেরিয়ে যেতে পারে। তাই লটারি কাটার আগে ভাগ্য যাচাই করে নেওয়া জরুরি। নভেম্বর মাসে কোন কোন রাশির ভাগ্যে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন।
আরও পড়ুন:
মেষ– নভেম্বর মাসের শুরুর দিকে ও মধ্য ভাগে মেষ রাশির জাতক-জাতিকারা আনন্দের সঙ্গে লটারির টিকিট কাটতে পারেন। ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নিজের ভাগ্যের উপরে কিছুটা বিশ্বাস রেখে চলতে হবে। মাসের শেষের দিকে একেবারেই লটারি কাটতে যাবেন না।
বৃষ– বৃষ রাশির জাতকেরা এই মাসের প্রথমের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন। একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য ভাগে বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– নভেম্বর মাসটা মিথুন রাশির জাতকদের জন্য অর্থপ্রাপ্তির দিকে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে খুব শুভ থাকবে।
আরও পড়ুন:
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা এই মাসের মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। বাকি সময় লটারি কাটার ঝোঁক থাকলেও ভেবেচিন্তে এগোতে হবে।
সিংহ– নভেম্বরে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি লটারির টিকিট কাটার জন্য উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।
কন্যা- লটারির ক্ষেত্রে এই মাসের শুরুর দিকটা কন্যা রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ভাগে আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না। এতে লোকসান হতে পারে।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতকেরা এই মাসে একেবারেই লটারির টিকিট কাটতে যাবেন না। আর্থিক দিকটা খুব একটা ভাল নয়। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না।
বৃশ্চিক– নভেম্বরের কোনও সময়ই বৃশ্চিক রাশির ব্যক্তিদের লটারির টিকিট কাটা ঠিক হবে না। এই মাসে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। তাই লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।
ধনু– ধনু রাশির জাতকেরা এই মাসে আর্থিক দিক থেকে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে এই মাসের যে কোনও সময় কাটতে পারেন।
আরও পড়ুন:
মকর– এই মাসে মকর রাশির জাতক-জাতিকাদের আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই খুব বুঝে এই দিকে এগোন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই
মাসে লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মাসের মধ্য
ভাগটা খুবই শুভ রয়েছে। ভাগ্য যাচাই করার ইচ্ছা থাকলে সেই সময় লটারি কাটতে পারেন।
মীন– এই মাসে মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটা বেশ শুভ। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি কেটে এক বার দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)