লটারি কেটেই যে লাখপতি বা কোটিপতি হয়ে যাওয়া যায় এমন কোনও ব্যাপার নেই। তেমনই লটারি কাটা মানেই যে টাকাপয়সার জলাঞ্জলি সেটা ভাবাও ঠিক নয়। লটারি কেটে লাভ হবে না লোকসান, সেটা পুরোপুরি নির্ভর করে উক্ত ব্যক্তির ভাগ্যের উপর। ভাগ্যে যদি থাকে তা হলে কেউ লটারি কেটে কোটিপতিও হতে পারেন। তাই লটারি কাটার আগে ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ আছে কি না তা জেনে নেওয়া আবশ্যক। সে ক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা লটারি কাটার ব্যাপারে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। লটারি কাটার হলে সপ্তাহের শেষ দিকে কাটুন, বাকি সময় ভুলেও লটারির দিকে যাবেন না।
বৃষ– ইচ্ছা থাকলে অগস্টের দ্বিতীয় সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকারা এক বার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না।
মিথুন– এই সপ্তাহে মিথুন রাশির ব্যক্তিদের আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।
আরও পড়ুন:
কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে, এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
সিংহ– অগস্টের দ্বিতীয় সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
কন্যা– সপ্তাহের মধ্য ভাগটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে লটারি কাটলেও, মধ্য ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
বৃশ্চিক– অগস্টের দ্বিতীয় সপ্তাহে বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই, এঁরা চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা ভাল নয়। লটারি না কাটাই ভাল হবে।
আরও পড়ুন:
মকর– সপ্তাহের শুরুতে মকর রাশির ব্যক্তিরা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
কুম্ভ– কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে, তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
মীন– অগস্টের দ্বিতীয় সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে যাবেন না। আয়ের বদলে ব্যয় হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)