Advertisement
E-Paper

ব্যস্ত জীবনের চাপে শ্রাবণের ব্রত পালন করা হয়নি? শিবের কৃপা পেতে শ্রাবণের শেষ সোমবার করুন বিশেষ এক টোটকা

ব্যস্ত জীবনে শ্রাবণের ব্রত পালন করতে পারছেন না বলে মনখারাপ করার দরকার নেই। শ্রাবণের শেষ সোমবারে বিশেষ এক টোটকা পালন করলেই লাভ করবেন শিবের কৃপা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১০:৪৪
lord shiva

ছবি: মেটা এআই।

শ্রাবণ বাবা ভোলেনাথের মাস। এই মাসে শিবের উপাসনায় বিশেষ ফল লাভ করা যায়। কিন্তু ব্যস্ত জীবনে সকলের পক্ষে নিয়ম করে, উপবাস রেখে শ্রাবণের ব্রত পালন সম্ভব হয়ে ওঠে না। কাজের চাপে সোমবারের ব্রত পালনও ঠিক করে করতে পারেন না অনেকে। কিন্তু শ্রাবণের প্রতি দিন নিরামিষ খেলে, অথবা প্রতি সোমবার উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললেই যে দেবাদিদেব তুষ্ট হবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। আপনার মন যেটুকু চাইবে, সেটুকু নিষ্ঠাভরে মহাদেবকে দিতে পারলে তিনি তাতেই খুশি হন। এ ছাড়াও একটি বিশেষ টোটকা রয়েছে। সেটি পালন করতে পারলেও দেবাদিদেব খুশি হন, দু’হাত ঢেলে আশীর্বাদ করেন। জেনে নিন বিশেষ সেই টোটকাটি কী।

শ্রাবণের বিশেষ ফলদায়ী টোটকা:

অফিস-কাছারি, সংসার প্রভৃতি সমস্ত কিছু সামলে শ্রাবণের ব্রত পালন করতে পারছেন না বলে মনখারাপ করার দরকার নেই। শ্রাবণের শেষ সোমবার সন্ধ্যাবেলা অথবা অফিস থেকে বাড়ি ফেরার পর বিশেষ একটি কাজ করুন, তা হলেই মহাদেবের কৃপা লাভ করতে পারবেন।

  • বাইরের জামাকাপড় ছেড়ে স্নান করে নিন। হাত-পা ধুয়ে নিলেও চলবে। শুদ্ধ বস্ত্র পরা আবশ্যক।
  • একটি প্রদীপের উপর একটা কর্পূর ও দু’টি লবঙ্গ জ্বালান। তার পর শিবের আরাধনা করুন।
  • আরাধনা করার পর গঙ্গাজল বা দুধের মধ্যে পছন্দমতো জিনিস, যেমন- চন্দন, ঘি, মধু প্রভৃতি মিশিয়ে ভোলেবাবার মাথায় ঢালুন ও নিজের মনস্কামনা জানান।
  • এই দিন রাতে আমিষ খাবার খাওয়া যাবে না। সাধারণ নুন দেওয়া খাবারও না খাওয়াই ভাল। বদলে সৈন্ধব লবণ দেওয়া খাবার খাওয়া যেতে পারে।
  • সাবু, ফলমূল খেতে পারেন। লুচি বা সেদ্ধ ভাতও খাওয়া যেতে পারে।
Astrology Astrological Tips Sawan Vrat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy