Advertisement
০৮ মে ২০২৪
Bonded Labour

১২ শিশুকে উদ্ধার করল পুলিশ, দাসশ্রমিক হিসাবে নিয়োগ করার অভিযোগ, আটক আট জন

পুলিশ জানিয়েছে, দাসশ্রমিক (বিলুপ্তিকরণ) আইন, তফসিলি জাতি ও জনজাতি আইনে তিনটি মামলা দায়ের হয়েছে আহমেদনগর জেলার তিন থানায়।

পুলিশ জানিয়েছে, ওই শিশুদের বাড়িতে থেকে এনে পশুচারণের কাজে লাগানো হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ওই শিশুদের বাড়িতে থেকে এনে পশুচারণের কাজে লাগানো হয়েছিল। ছবি: প্রতীকী

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৮:৪৩
Share: Save:

১২ জন শিশুকে জোর করে কাজ করানোর অভিযোগে আটক আট জন। পুলিশ জানিয়েছে, ওই শিশুদের বাড়িতে থেকে এনে পশুচারণের কাজে লাগানো হয়েছিল। দাসশ্রমিক হিসাবে তাদের খাটানো হত। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, দাসশ্রমিক (বিলুপ্তিকরণ) আইন, তফসিলি জাতি ও জনজাতি আইনে তিনটি মামলা দায়ের হয়েছে আহমেদনগর জেলার তিন থানায়। ঠাণের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং নাবালক বিচার আইনেও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ এনেছে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুগুলির বয়স সাত থেকে ১৫ বছর। তারা মহারাষ্ট্রের নাসিক এবং আহমেদনগরের বাসিন্দা। উদ্ধারের পর ওই ১২ জন শিশুকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maharashtra child arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE