১৯ বছরের এক মহিলা কর্মীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ঊর্ধ্বতন আধিকারিকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন ডেয়ারি অপারেটর। নির্যাতিতা মহিলা তার অফিসে কাজ করতেন। ওই মহিলা কর্মীকে অভিযুক্ত ধর্ষণ করে এবং ১০ তলা থেকে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ।