Advertisement
২০ এপ্রিল ২০২৪
India

সীমান্ত পেরিয়ে ভারতে পাক অধিকৃত কাশ্মীরের দুই ‘মুন্নি’

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ওই দুই নাবালিকা।

নিয়ন্ত্রণরেখায় প্রহরারত জওয়ানরা। — ফাইল চিত্র

নিয়ন্ত্রণরেখায় প্রহরারত জওয়ানরা। — ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২০:৩১
Share: Save:

অসাবধানতা বশত কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রতিবেশী দেশে পা। রিলের ‘মুন্নি’র ঘটনা এ বার ঘটল রিয়েলে। রবিবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢুকে পড়ে দুই বোন। প্রহরারত জওয়ানরা তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। শুরু হয়েছে তাদের দ্রুত বাড়ি ফেরানোর প্রক্রিয়াও।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ওই দুই নাবালিকা। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, লাইবা জাবেইর এবং সানা জাবেইর নামে ওই দুই কিশোরী সম্পর্কে বোন। তারা পাক অধিকৃত কাশ্মীরের কাহুটার আব্বাসপুরের বাসিন্দা। জানা গিয়েছে, রাস্তা ভুল করে তারা ভারতে ঢুকে পড়েছিল।

সেনার এক মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় প্রহরার কাজে নিযুক্ত জওয়ানরা ওই দুই কিশোরীকে উদ্ধার করেন। ওই দুই বোন নিরাপদে রয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে। তাদের দ্রুত নিজেদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ২২-এ অর্থনীতি ফিরবে কোভিডের আগের অবস্থায়: নীতি আয়োগ

আরও পড়ুন: বিলগ্নিতে অংশ নয়, পরামর্শ পাইলটদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan LOC POK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE