Advertisement
E-Paper

পর পর তিন দিন! আরও ২১০ জন মাওবাদীর আত্মসমর্পণ ছত্তীসগঢ়ের বস্তারে, শাহের প্রতিশ্রুতি পূরণের পথে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, এখন ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ জেলার সংখ্যা মাত্র তিন। সুকমা, বিজাপুর, নারায়ণপুর রয়েছে এই তালিকায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:২৬
210 Maoists surrender in Bastar region of Chhattisgarh

ছত্তীসগঢ়ে আত্মসমর্পণ মাওবাদীদের। ছবি: সংগৃহীত।

একসঙ্গে ২১০ জন মাওবাদী এ বার আত্মসমর্পণ করলেন। শুক্রবার ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করেন মাওবাদীরা। সঙ্গে অস্ত্রও জমা দেন তাঁরা। বুধ, বৃহস্পতি, শুক্রবার এই নিয়ে পর পর তিন দিন প্রায় ৪৫০ জন মাওবাদী আত্মসমর্পণ করেন।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, এখন ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ জেলার সংখ্যা মাত্র তিন। সুকমা, বিজাপুর, নারায়ণপুর রয়েছে এই তালিকায়। গত এপ্রিলে সংসদের বাজেট অধিবেশন-পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, রেড করিডর (‘মাওবাদী মুক্তাঞ্চল’ হিসেবে পরিচিত এলাকা) ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। শুধু তা-ই নয়, তিনি এ-ও দাবি করেছেন, আগামী বছর ৩১ মার্চের মধ্যে গোটা দেশ মাওবাদীমুক্ত হবে।

নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র নেতা-কর্মীদের বার বার মূলস্রোতে ফিরে আসার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের ১৯৭ জন মাওবাদীর আত্মসমর্পণ করার বিষয়টি নিজেই জানিয়েছিলেন তিনি। তাঁর বার্তা, আত্মসমর্পণ করে মাওবাদীরা যদি মূলস্রোতে ফিরতে চান, তবে সকলে স্বাগত। কেউ যদি অস্ত্র ছাড়তে না চান, তবে নিরাপত্তাবাহিনীর রোষের মুখে পড়তে হবে বলেও হুঁশিরারিও দেন শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এক কালের সন্ত্রাসের ঘাঁটি ছত্তীসগঢ়ের অবুঝমাঢ় এবং উত্তর বস্তার এখন ঘোষিত ‘নকশাল সন্ত্রাসমুক্ত’। তবে দক্ষিণ বস্তারে এখনও কোথাও কোথাও মাওবাদীদের ঘাঁটি বর্তমান। সেই সব ঘাঁটি শীঘ্রই গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানান শাহ। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও ২১০ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন।

৬০ জন সহযোদ্ধাকে নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের উপস্থিতিতে গড়ছিরৌলিতে আত্মসমর্পণ করেছিলেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু। মাওবাদী সংগঠনে ‘তাত্ত্বিক মস্তিষ্ক’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে বুধবার থেকে পর পর তিন দিন ছত্তীসগঢ়ে পর পর আত্মসমর্পণের ঘটনা প্রকাশ্যে এল।

Maoist surrender Chhatisgarh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy