দিল্লি থেকে রাজ্যে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনের শুনানি রয়েছে বিধানসভায়। হতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক। টোকিয়ো অলিম্পিক্সে শুটিং ইভেন্টে ফাইনালে নামছে ভারত। আজ, শুক্রবার রয়েছে এমনই সব গুরুত্বপূর্ণ খবর।
চার দিনের দিল্লি সফর সেরে আজ রাজ্যে ফিরছেন মমতা। সঙ্গে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে তাঁরা কলকাতায় আসছেন। অভিষেকের ত্রিপুরা যাওয়ার কথা থাকলেও, তিনি আজ যাচ্ছেন না, সোমবার যেতে পারেন বলেই খবর তৃণমূল সূত্রে। তবে বিজেপি-র উপর চাপও বজায় রাখছে তারা। সূত্রের খবর, আজ যেতে না পারলেও, আগামী সপ্তাহে আগরতলা যেতে পারেন অভিষেক। যদিও আইপ্যাকের ২৩ জন কর্মীকেই বিনা শর্তে আগাম জামিন দিয়েছে আদালত। এই প্রেক্ষিতে তৃণমূল কী অবস্থান নেয় আজ নজর থাকবে সে দিকেও।
মুকুলের বিরুদ্ধে বিধানসভায় ও কলকাতা হাই কোর্টে দলত্যাগবিরোধী আইনে মামলা করেছে বিজেপি। আজ বিধানসভায় সেই মামলার শুনানি করতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা মুকুল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবার আজই বিধানসভায় রয়েছে পিএসি-র প্রথম বৈঠক। তবে ওই বৈঠকে থাকছেন না বিজেপি-র কোনও বিধায়ক। তাঁরা আগেই বয়কট করার কথা জানিয়েছিলেন। অন্য দিকে, মুকুলের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ নজর থাকবে মুকুল সংক্রান্ত সমস্ত খবরের দিকে।