Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Theft

Theft: সংস্কারি চোর! চুরির আগে ব্যাঙ্কের লকারের সামনে মদ দিয়ে পুজো! লুট ৩৪ লক্ষ টাকা

কথায় আছে, অতি ভক্তি চোরের লক্ষণ! এই চোর চুরি করল ঠিকই, কিন্তু তার আগে এক দেবতার মূর্তি বসিয়ে ব্যাঙ্কের লকারের সামনে পুজো-আর্চাও করল!

ব্যাঙ্কের লকার ভাঙা। ছবি: সংগৃহীত।

ব্যাঙ্কের লকার ভাঙা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৮:২৫
Share: Save:

কেরলের কোলামের এক ব্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ চার লক্ষ টাকা লুট করল এক চোর। ওই যে, কথায় আছে, অতি ভক্তি চোরের লক্ষণ! এই চোর চুরি করল ঠিকই, কিন্তু তার আগে এক দেবতার মূর্তি বসিয়ে ব্যাঙ্কের লকারের সামনে পুজো-আর্চাও করল!

পুলিশ সূত্রে খবর, পর দিন সকালে ব্যাঙ্ককর্মীরা দেখেন লকার ভাঙা। সোনা এবং নগদ উধাও। তাঁরা আরও একটি বিষয়ে আশ্চর্য হয়ে যান। ব্যাঙ্ককর্মীরা দেখেন, লকারের সামনে থালায় সাজানো প্রদীপ, ফুল, মদ এবং সুপারি। তার ঠিক সামনেই রাখা একটি মূর্তি। এ ছাড়াও একটি লেবু এবং তাতে একটি সুচ গাঁথা ছিল।

ব্যাঙ্ককর্মীরা পুলিশ খবর দেন। পুলিশ এসে ওই জিনিসগুলি উদ্ধার করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কের ভিতর থেকে পুজোর সামগ্রী ছাড়াও চুলের গোছা পাওয়া গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft bank kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE