Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Telangana

Telangana: মুখ্যমন্ত্রীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নেই কেন? তেলঙ্গানায় সাসপেন্ড চার পুরকর্মী

গত ২৪ জুলাই তেলঙ্গানার পুরমন্ত্রী কেটির জন্মদিন উপলক্ষে মঞ্চিরিয়ল জেলার বেলমপল্লি পুরসভা ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

কেটিআর এবং কেসিআর।

কেটিআর এবং কেসিআর।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:৫৩
Share: Save:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে তথা সে রাজ্যের মন্ত্রী কেটি রামা রাওয়ের জন্মদিনের অনুষ্ঠানে গরহাজির থাকার ‘অপরাধে’ চার পুরকর্মীকে সাসপেন্ড করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে তেলঙ্গানায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

গত ২৪ জুলাই তেলঙ্গানার পুরমন্ত্রী কেটির জন্মদিন উপলক্ষে মঞ্চিরিয়ল জেলার বেলমপল্লি পুরসভা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। স্থানীয় পুর হাসপাতালে আয়োজিত ওই অনুষ্ঠানে সব পুরকর্মীর যোগদান ‘বাধ্যতামূলক’ বলে জানিয়েছিল, চন্দ্রশেখরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) পরিচালিত পুরসভা।

অভিযোগ, ওই চার পুরকর্মী কোনও কিছু না জানিয়েই গরহাজির ছিলেন অনুষ্ঠানে। এর পর ২৫ জুলাই তাঁদের সাসপেন্ড করেন পুরকর্তৃপক্ষ। বিজেপির তরফে শুক্রবার অভিযোগ করা হয়েছে, শোকজ নোটিস পাঠিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সাসপেন্ড করা হয়েছে চার পুরকর্মীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE