স্কুল থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিল খুদে। মা জিজ্ঞাসা করতে জানায়, মাথা ঘুরছে। ক্রমশ শরীর খারাপ হতে থাকে চার বছরের ওই শিশুর। ছেলের শারীরিক অবস্থা দেখে চিন্তায় পড়ে যান মা। তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালে ছোটেন। জানা যায় , স্কুলে চকোলেট খাওয়ার পর থেকেই সমস্যার শুরু। শিশুটির মূত্রপরীক্ষার পর ‘ক্ষতিকর পদার্থের’ নমুনা পেয়েছেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে কেরল পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই-র তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পর চার বছরের এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। মাকে জানায় একটা চকোলেট খাওয়ার পর থেকে তার মাথা ঘুরছে। এর্নাকুলামের একটি হাসপাতালে ছেলেকে নিয়ে যান মা। তার শারীরিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, বেনজোডিয়াজেপাইন নামে ক্ষতিকর বস্তু পাওয়া গিয়েছে মূত্রে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে এবং কার কাছ থেকে শিশুটি চকোলেট পেয়েছিল, তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা। পুলিশ জানিয়ছে, কারও বিরুদ্ধে শিশুটির পরিবার লিখিত অভিযোগ করেনি। তবে প্রাথমিক তদন্তের পর দেখা যাচ্ছে, স্কুল কর্তৃপক্ষের গাফিলতি নেই।
আরও পড়ুন:
স্কুলের দাবি, ছুটির পরে শিশুটিকে তার দাদু নিয়ে যান। তখনও সে সুস্থ ছিল। তিনি নাতিকে চকোলেট কিনি দিয়েছিলেন কি না, স্পষ্ট নয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির রক্তচাপ বেড়ে যাওয়ায় কয়েক দিন তাকে আইসিইউ-তে রাখতে হয়।
শিশুটির মা চাকরি করেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শিশুর দায়িত্ব তিনিই পেয়েছেন। চকোলেট খাওয়ার পর শিশুটির অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে কেরল প্রশাসন। কী ভাবে শিশুটি চকোলেট পেয়েছিল, আদৌ চকোলেট খেয়েই তার শারীরিক সমস্যা হয়েছে কি না এবং হলে চকোলেটে কী কী ছিল, সে সব খতিয়ে দেখা হচ্ছে। এক তদন্তকারী আধিকারিক জানান, শিশুটি প্রথমে জানিয়েছিল, মায়ের কাছ থেকেই সে চকোলেট পেয়েছিল। কিন্তু ছেলের কথা অস্বীকার করেছেন মা।