Advertisement
১১ মে ২০২৪
Wall Collapse

মার্বেল চাপা পড়ে শিশুর মৃত্যু ঠাণের স্কুলে, দেওয়াল থেকে আচমকা পাথর খুলে আসায় বিপত্তি

বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল আনন্দ। খেলতে খেলতেই স্কুলের চৌহদ্দি প্রাচীরের কাছে এসে যায় সে। সেই সময় আচমকাই দেওয়াল থেকে মার্বেল পাথরের একটি অংশ খুলে পড়ে তার গায়ে।

দেওয়ালের মার্বেল খসে পড়ে মৃত্যু স্কুল ছাত্রের।

দেওয়ালের মার্বেল খসে পড়ে মৃত্যু স্কুল ছাত্রের। — প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ঠাণে শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১১:১৪
Share: Save:

স্কুলের দেওয়ালে লাগানো মার্বেল খসে পড়ে মৃত্যু হল ৪ বছরের শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলার ভিওয়ান্ডিতে। জানা গিয়েছে, ওই সময় শিশুটি স্কুলের মাঠে খেলছিল। সেই সময়ই মাঠের পাশে স্কুলের দেওয়ালের মার্বেলের একটি অংশ খুলে পড়ে তার গায়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাণের তাওড়ে কমপাউন্ড এলাকার মাঠে শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলছিল আনন্দ কুশওয়াহা। সেই মাঠের ধারেই স্কুলের প্রাচীর। খেলতে খেলতে ওই প্রাচীরের কাছে চলে যায় আনন্দ। দেওয়ালের কাছে আসতেই আচমকা মার্বেল পাথরের একটি অংশ ভেঙে পড়ে তার উপর। চাপা পড়ে যায় ছোট্ট আনন্দ। বন্ধুদের চিৎকারে আশপাশের লোকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, ৯ সপ্তাহ আগেই ওই এলাকায় মা-বাবার সঙ্গে থাকতে এসেছিল আনন্দ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wall Collapse Thane School Boy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE