পহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের বিমানবন্দরগুলিতে অতি সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। দ্য টাইমনস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন বলছে, উত্তর, মধ্য এবং পশ্চিম মিলিয়ে দেশের প্রায় ২৭টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার ৪৩০টি বিমানও বাতিল করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই বলছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার এবং বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা দেশের বিভিন্ন বিমানবন্দরগুলি থেকে তাদের বিমান বাতিল করেছে। ভারতের বিমান সংস্থাগুলি মোট ৪৩০টি বিমান বাতিল করেছে। প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশের ১৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। বিমান সংস্থাগুলিও একের পর এক বিমান বাতিল ঘোষণা করে। তবে এই প্রত্যাঘাতের আবহে বিশেষ করে উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের বিমানবন্দরগুলি নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, এই সামরিক অস্থিরতার পরিস্থিতিতে ভারতের পশ্চিম প্রান্ত বিশেষ করে কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত এই আকাশপথে বিমান চলাচল প্রায় বন্ধ। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির বিমানগুলিও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারতের বিমানবন্দরগুলিতে নামছে। সূত্রের খবর, এই সামরিক অস্থিরতার পরিস্থিতিতে ভারতের যে বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে সেগুলি হল— শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পটিয়ালা, ভাতিন্ডা, হলওয়ারা, পঠানকোট, ভুন্তর, শিমলা, গগ্গল, ধর্মশালা, কিশনগড়, জৈসলমের, জোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গ্বালিয়র এবং হিন্ডন বিমানবন্দর।