হ্রদের জলে ডুবে মৃত্যু পাঁচ বন্ধুর। প্রতীকী ছবি।
হ্রদের জলে সাঁতার কাটছিল দুই কিশোর। পা়ড়ে দাঁড়িয়ে ছিল তাদেরই তিন বন্ধু। হঠাৎই ওই দুই ডুবতে শুরু করা। বন্ধুরা ডুবে যাচ্ছে দেখে তাদের বাঁচাতে পাড়ে দাঁড়িয়ে থাকা তিন বন্ধু জলে ঝাঁপ মারে। কিন্তু তাদের বাঁচাতে গিয়ে বাকি তিন বন্ধুও তলিয়ে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাতের বোতাড় জেলায়।
পুলিশ সূত্রে খবর, কৃষ্ণসাগর হ্রদে পাঁচ বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল। দুই বন্ধু আগেই জলে নেমে সাঁতার কাটতে শুরু করে। সাঁতার কাটতে কাটতে তারা হ্রদের অনেকটা গভীরে চলে গিয়েছিল। কিন্তু ফেরার সময় ঘটে বিপত্তি। হাঁপিয়ে যাওয়ায় হ্রদের পাড়ে আসার আগেই হাবুডুবু খেতে শুরু করে দুই কিশোর। দুই বন্ধুকে ডুবতে দেখে নিজেদের স্থির রাখতে পারেনি বাকিরা। সময় নষ্ট না করে তাদের বাঁচাতে জলে নেমে পড়েছিল তারাও।
দুই বন্ধুর কাছে পৌঁছনোর আগেই তারাও হাঁপিয়ে যায়। প্রাণপণে চেষ্টা করেও শেষমেষ নিজেরাও তলিয়ে যায়। এক ব্যক্তির নজরে পড়ে ঘটনাটি। তখনই তিনি লোকজন ডেকে কিশোরদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তার আগেই তলিয়ে যায় তিন কিশোরও। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে পাঁচ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, পাঁচ জনের বয়স ১৬ থেকে ১৭-র মধ্যে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy