Advertisement
০২ মে ২০২৪
patna

Patna Blast: বালিবোঝাই নৌকায় ভয়াবহ বিস্ফোরণ, বিহারে মৃত চার, আহত বেশ কয়েক জন

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে যে, নৌকাটিতে গ্যাস জ্বালিয়ে রান্না করছিলেন শ্রমিকরা। সেই সময় গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে যায়।

নৌকায় বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করা হচ্ছে।

নৌকায় বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করা হচ্ছে।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৮:৩১
Share: Save:

বালিবোঝাই একটি নৌকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে চার শ্রমিকের। আহত বেশ কয়েক জন। শনিবার ঘটনাটি ঘটেছে পটনার রামপুর দিয়ারা ঘাটে।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে যে, নৌকাটিতে গ্যাস জ্বালিয়ে রান্না করছিলেন শ্রমিকরা। সেই সময় গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শ্রমিকের। আগুনে ঝলসে গিয়েছেন আরও কয়েক জন।

পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ বলেন, “নৌকায় ২০ জনের বেশি ছিলেন। গ্যাস জ্বালিয়ে রান্না চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শনাক্তকরণের কাজ চলছে।”

জেলাশাসক আরও জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

patna Blast boat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE