Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

করোনার তৃতীয় ঢেউয়ের আগে ৬-৮ মাস সময় পাওয়া যাবে, বলছে আইসিএমআর-এর গবেষণা

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ২৭ জুন ২০২১ ২২:২৭


ছবি: পিটিআই

করোনার তৃতীয় ঢেউয়ের আগে সময় পাওয়া যাবে ৬ থেকে ৮ মাস। এই সময়ের মধ্যে দেশের সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের টিকাকরণও সেরে ফেলতে হবে ওই সময়ের মধ্যেই। সম্প্রতি আইসিএমআর-এর একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে বলে জানালেন আইসিএমআর-এর কোভিডও ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এনকে অরোরা।

রবিবার তিনি বলেছেন, ‘‘আইসিএমআর-এর একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে আরও কিছুটা দেরি হবে। হাতে ৬ থেকে ৮ মাস সময় পাওয়া যাবে। সেই সময়েই মধ্যে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ১২ থেকে ১৮ বছরের বয়সে শিশুদের টিকাকরণের কাজও সেরে ফেলতে হবে।’’ এ ছাড়াও তিনি জানিয়েছেন, দেশে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার মুখে রয়েছে। মনে করছে হচ্ছে জুলাইয়ের শেষ ও অগস্টের শুরু থেকে আরও বেশি সংখ্যায় মানুষের টিকাকরণ করা সম্ভব হবে। সেই টিকাকরণের আওতায় এ বার আসবে শিশুদেরও একটি অংশ। জাইডাস দ্রুত টিকার চূড়ান্ত অনুমতির আবেদনও জানাবে বলে খবর।

Advertisement

আরও পড়ুন

Advertisement