Advertisement
২০ এপ্রিল ২০২৪
gujrat

Gujarat: গুজরাতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ছয় শ্রমিক

ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, ছ’জন একটি চুল্লির কাছে কাজ করছিলেন।  সেখানে পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে দাউ দাউ করে জ্বলছে  রাসায়নিক কারখানা।

বিস্ফোরণের ফলে দাউ দাউ করে জ্বলছে রাসায়নিক কারখানা। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১১:৩১
Share: Save:

গুজরাতের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ছয় শ্রমিকের। আমদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত এই কারখানায় সোমবার রাত ৩টে নাগাদ এই ঘটনাটি ঘটে।

ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, ছ’জন একটি চুল্লির কাছে কাজ করছিলেন। সেখানে পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকদের।

লীনা বলেন, ‘‘চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে কর্মরত ছ’জনের সবাই মারা গিয়েছে। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আগুনও ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’’

তবে এই ছ’জন ছাড়া এই আর কেউ আহত বা নিহত হননি বলেও জানা গিয়েছে।

ঠিক কী কারণে এই বিস্ফোরণটি ঘটে তা জানতে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gujrat Chemical Factory Blast Workers Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE