বয়সকে তুড়ি মেরে উড়িয়ে প্রায় ৪০ ফুট উঁচু সেতু থেকে খরস্রোতা গঙ্গায় ঝাঁপ মারলেন বছর সত্তরের এক বৃদ্ধা। শুধু ঝাঁপ মারা-ই নয়, খরস্রোতা জলে পড়ে দিব্যি সাঁতরে পারেও উঠলেন তিনি। এই বয়সে এমন একটা ‘দুঃসাহসিক’ কাজের জন্য নেটমাধ্যমে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই বৃদ্ধা।
হরিদ্বারে ‘হর কি পৌড়ী’তে খরস্রোতা গঙ্গার উপরে সেতু থেকে জলে ঝাঁপ মারছিলেন কয়েক জন যুবক। প্রায় ৪০ ফুট উঁচু সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার দৃশ্য চোখ এড়ায়নি ওই বৃদ্ধার। এই দৃশ্য দেখে তাঁর চেখের সামনে যেন ছোটবেলার স্মৃতি ভেসে উঠেছিল। সেই লোভ সামলাতে না পেরে তিনিও সেতুতে উঠে পড়েন। তার পরই সোজা চলে যান সেতুর রেলিংয়ের কাছে।