নেটমাধ্যমে প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে মোট ৭১ জনের নামে মামলা করেছে ত্রিপুরা পুলিশ। বুধবার সরকারি ভাবে এ কথা জানিয়েছে।
নেটমাধ্যমে ভুয়ো ছবি এবং খবর প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং গোষ্ঠীহিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও ত্রিপুরা পুলিশ জানিয়েছে।
বাংলাদেশে কুমিল্লা-কাণ্ডের জেরে ত্রিপুরায় মুসলিমদের উপর হামলা এবং ধর্মস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে বলে কিছু ‘খবর’ নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গত গত বুধবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিল ঘিরে অশান্তির কথা জানানো হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমেও।